লিবিয়ার পশ্চিম উপকূলে ৬০ অভিবাসীর মরদেহ উদ্ধার
অবৈধভাবে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকা ডুবিতে নিখোঁজ হওয়া ৬০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।
লিবিয়ান রেড ক্রিসেন্টের একজন কর্মকর্তা চীনা বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, “নারী এবং শিশুসহ আমরা ৬০ জন অভিবাসীর মরদেহ উদ্ধার করেছি যাদের বহনকারী নৌকা গত বৃহস্পতিবার রাজধানী ত্রিপলী থেকে ১২০ কিলোমিটার দূরে খোমস শহরের উপকূলে ডুবে গিয়েছিল।”
আরও অনেক মরদেহ এখনো শহরের উপকূলে থাকার ইঙ্গিত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে ঐ কর্মকর্তা আরও বলেন, নৌকাটিতে ২৫০ জন যাত্রী ছিল।
জাতিসংঘের শরনার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, লিবিয়ার পশ্চিম উপকূলে এখনো ১০০ অবৈধ অভিবাসী নিখোঁজ আছে। ১৪০ জনকে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে।
উত্তর আফ্রিকার দেশগুলোতে নিরাপত্তার শঙ্কা ও বিশৃঙ্খলার কারণে প্রতিদিনই বহু মানুষ লিবিয়ার পশ্চিম উপকূল ধরে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পাড়ি জমান। তবে দালালদের খপ্পরে পড়া এই এইসব অভিবাসন প্রত্যাশীদের অধিকাংশের সমুদ্রযাত্রা পানিতে ডুবেই শেষ হয়ে যায়।