কেমন হবে মানুষবিহীন পৃথিবী?
জন্মের পর থেকেই আমরা আশেপাশে দেখেছি শুধু মানুষ আর মানুষ। যেখানেই যাই, যাই করি না কেন, মানুষকে ঘিরেই আমাদের জীবন। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি মনুষ্যবিহীন পৃথিবী কেমন হতে পারে? আপনি না ভাবলেও, যুগে যুগে অসংখ্য বিজ্ঞানীরা তো ভেবেছেনই। আবার পোস্ট-অ্যাপোক্যালিপ্টিক সিনেমাগুলোতেও দেখানোর চেষ্টা করা হয়েছে ভিন্ন সেই পৃথিবীর চিত্র।
এদের মতোই চিন্তাভাবনা ঢুকে পড়েছিল ফরাসি আলোকচিত্রী রোমেইন ভেইলনের মাথায়। পৃথিবীর মধ্যেই একেবারে মানুষের পদচারণাহীন স্থানের খোঁজ করেছেন তিনি, ক্যামেরা হাতে আবিষ্কার করেছেন অন্য এক সৌন্দর্য্যকে!
৩৮ বছর বয়সী রোমেইন গত দশ বছর যাবত ঘুরে বেড়িয়েছেন পৃথিবীর পথে এবং তুলেছেন এমন কিছু জায়গার ছবি যা মানুষ দখল করে রাখতে পারেনি, বরং প্রকৃতি আপন করে নিয়েছে সেই জায়গা কিংবা স্থাপনাগুলোকে, দিয়েছে নতুন রূপ। ছবিগুলোর পেছনের ইতিহাস জানতে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করেছেন তিনি।
নিজের সর্বশেষ প্রকাশিত বই 'গ্রিন আরবেক্স: দ্য ওয়ার্ল্ড উইদাউট আস'-এ পৃথিবী নামক গ্রহের হারিয়ে যাওয়া বা পরিত্যাক্ত কিছু স্থানের সন্ধান দিয়েছেন রোমেইন ভেইলন। বইটিতে রয়েছে দুই শতাধিক ছবি যার প্রতিটিরই আছে আলাদা আলাদা ইতিহাস, গল্প।
আলোকচিত্রী মনে করেন, তার তোলা ছবিগুলো আমাদের স্মরণ করিয়ে দিবে যে আমাদের অবশ্যই প্রকৃতির সাথে ছন্দ বজায় রেখে চলা উচিত, প্রকৃতিকে ধ্বংস করে নয়। আজ পাঠকের সামনে তুলে ধরা হলো ভেইলনের তোলা তেমনই কিছু ছবি যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য!
সূত্র: সিএনএন