সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিম করোনায় আক্রান্ত
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার রাতে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদ নাসিমের ছেলে ও সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়।
সোমবার সন্ধায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে।
ওই হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, "তার অবস্থা বর্তমানে স্বাভাবিক আছে। তিনি অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদের অধীনে চিকিৎসা নিচ্ছেন।"
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, মোহাম্মদ নাসিমের পরিবারের একজন সদস্য করোনাতে আক্রান্ত ছিলেন, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তিন দিন আগে পরিবারের সবার করোনা পরীক্ষা করা হয়। তাতে সবার নেগেটিভ আসে। কিন্তু শারীরিকভাবে মোহাম্মদ নাসিম খারাপ বোধ করায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার এক্সরে হলে সেখানে নিউমোনিয়ার সংক্রমণ পাওয়া যায়।