করোনা আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের অবস্থার অবনতি, মস্তিষ্কে অস্ত্রোপচার
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন থাকা অবস্থায়, আজ শুক্রবার তার শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে।
নাসিমের পুত্র এবং সাবেক সাংসদ তানভীর শাকিল জয় দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জয় জানান, 'করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল রাত পর্যন্তও বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু, আজ সকালেই হঠাৎ করে তার ব্রেইন হেমোরেজ (মস্তিকে রক্ষক্ষরণ) হলে তাক্ষণিকভাবে তার সার্জারি করা হয়। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, যাতে তিনি তার ভক্ত ও অনুসারীদের মাঝে সুস্থ হয়ে ফিরতে পারেন।'
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান প্রফেসর ডা. রাজিউল হকের নেতৃত্বে অপারেশন হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। অপারেশন শেষে ডা. রাজিউল হক দ্য বিজেনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সকাল ৯টা থেকে পৌঁনে ১২টা পর্যন্ত অপারেশন করা হয়।
ডা রাজিউল হক বলেন, 'মোহাম্মদ নাসিমকে আজ (শুক্রবার) হাসপাতালের আইসোলেশন এইচডিইউ থেকে কেবিনে দেওয়ার কথা ছিল। ভোর সাড়ে ৫টা দিকে তার খিচুনি শুরু হয়। তখন সিটি স্ক্যান করে দেখা যায় ব্রেনে রক্তক্ষরণ হয়েছে। তখনই অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হয়।'
'এখন দুইদিন তাকে আইসিইউতে অবজারভেশনে রাখা হবে। এ সময় জ্ঞান বোঝা যাবে না। তবে পালস, বিপি ভালো আছে। এ দুদিন সিটি স্ক্যান করা হবে। দুদিন পর পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হবে।'
গত পহেলা জুন প্রথম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। এরপর, তাকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ বিশেষায়িত হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তির সময় তিনি শারীরিকভাবে অনেকটা দুর্বল ছিলেন।