কোভিড ভ্যাকসিন সহায়তা নিয়ে আলোচনা করছে বাংলাদেশ, চীন: রাষ্ট্রদূত
বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং শুক্রবার বলেছেন, করোনাভাইরাসের ভ্যাকসিন সহায়তা নিয়ে তারা বাংলাদেশের সাথে এখন ঘনিষ্ঠ আলোচনা করছেন।
করোনার সংক্রমণ হ্রাস এবং সকলের সমৃদ্ধি কামনা করে চীনা নববর্ষ উপলক্ষে এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'চীন কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোকে ১ কোটি কোভিড ভ্যাকসিন সরবরাহের ঘোষণা দিয়েছে।'
চীনা নববর্ষ বিশ্বজুড়ে ব্যাপকভাবে উদযাপিত হয় উল্লেখ করে লি জিমিং বলেন, 'প্রাচীন এই উৎসবের (চীনা নববর্ষ) আমেজ সীমান্ত ছাড়িয়ে গেছে। তাই একটি আনন্দদায়ক নতুন বছরকে স্বাগত জানাতে আমাদের সাথে যোগ দিন।'
'চীনা নববর্ষ চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছুটির সময় এবং তাই, সবাইকে শুভ নববর্ষ!,' বলেন তিনি।
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত রোববার (৭ ফেব্রুয়ারি) থেকে দেশে ব্যাপকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বাস্থ্য অধিদপ্তর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।
বর্তমানে বাংলাদেশে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার ৭০ লাখ ডোজ রয়েছে এবং করোনার টিকা নিতে চাইলে www.surokkha.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।
বাংলাদেশে করোনাভাইরাস পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৮ হাজার ২৪৮ জনে দাঁড়িয়েছে বলে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৪১৮ জনের শরীরে নতুন করে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৯ হাজার ৫৭১ জনে পৌঁছেছে।
করোনা সংক্রান্ত নিয়মিত ব্রিফিং অনুযায়ী হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৬৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো বলা হয়, দেশে সরকারি ও বেসরকারি মিলে মোট ২১০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় মোট ১৫ হাজার ৩০৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৫ হাজার ৭৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ৩৮ লাখ ৮ হাজার ১৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।