চট্টগ্রামে বিএসআরএম কারখানা দুর্ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের জোরারগঞ্জের বিএসআরএম ফ্যাক্টরিতে কাজ করার সময় লোহার গলিত সীসায় দগ্ধ হয়ে আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তারা। বাকি দুইজন ঢাকা মেডিকেল বার্ন ইউনিটি ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন, নোয়াখালীর সোনাইমুড়ী থানাধীন পদুয়া গ্রামের মৃত মীর হোসেনের ছেলে গিয়াস উদ্দিন (২৪) এবং ফেনীর দাগনভূঁইয়া উপজেলার সেকান্দরপাড় গ্রামের নুর নবীর ছেলে নজরুল ইসলাম (২৪)।
এর আগে মো. কাশেম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার বাড়ি মিরসরাইয়ের নিজামপুরে। শনিবার বিকেলে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত এই শ্রমিকের আত্মীয় বজলুর রহিম বলেন, কারখানায় বিস্ফোরণ হয়ে কাশেমের মৃত্যু হয়েছে। তবে কি কারণে এ বিস্ফোরণ হয়েছে তা আমাদের জানাতে পারেনি বিএসআরএম কর্তৃপক্ষ।
দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বিএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত বলেন, কারখানায় দুর্ঘটনার কথা শুনেছি। তবে কী কারণে দুর্ঘটনা হয়েছে তা বিস্তারিত জানি না। খবর নেওয়ার চেষ্টা করছি আমরা।