টিকার সংকট ও জনবল ঘাটতিতে গণটিকা কার্যক্রমের পরিকল্পনায় পরিবর্তন
৭-১২ আগস্ট ৬ দিনের টিকাদান কর্মসূচীর পরিকল্পনা করা হলেও হঠাৎ পরিকল্পনায় পরিবর্তন এসেছে। ৬ দিনের পরিবর্তে এখন মাত্র একদিন চলবে গণটিকা কার্যক্রম।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম জানান, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) টিকা দেয়া হবে। সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
টিকার সংকট ও জনবল ঘাটতির কারণে পরিকল্পনায় পরিবর্তন বলে জানান মহাপরিচালক।
তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচির বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বিস্তারিত জানাবেন।
শুধুমাত্র ৭ আগস্ট দেশের ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনের ১৫ হাজার ২৮৭টি ওয়ার্ডে এক সেশনে দেওয়া হবে টিকার প্রথম ডোজ।
আগাম নিবন্ধনের ভিত্তিতে বয়োবৃদ্ধ, অসুস্থ, নারী, প্রতিবন্ধীরা সুযোগ পাবেন। ১৪ আগস্ট থেকে আবার দেশব্যাপী ৭ দিনের গণটিকা কর্মসূচি শুরুর সম্ভাবনা আছে।
বুধবার (৪ আগস্ট) সরকারের উচ্চপর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, গত শনিবার ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সারা দেশে গণটিকা কর্মসূচির আওতায় এক কোটি ডোজ টিকা দেওয়ার ঘোষণা দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে অনুযায়ী প্রস্তুতিও চূড়ান্ত করেছিল তারা। কিন্তু শুরুর আগেই হোঁচট খেল এ ক্যাম্পেইন।