টিকা নিতে নারীদের ভিড় ছিল এবারের ক্যাম্পেইনে
অন্যান্য সময়ের তুলনায় মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত স্পেশাল ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে টিকা নিতে নারীদের ভিড় বেশি ছিল। দেশের প্রত্যন্ত এলাকার ভ্যাকসিন সেন্টারগুলোতেও নারী টিকাগ্রহীতার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে স্বাস্থ্য অধিদপ্তরের অগ্রাধিকার তালিকায়ও ছিল নারী। ক্যাম্পেইনের ফলে টিকা গ্রহণে নারী-পুরুষের ব্যবধান কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সাতক্ষীরা পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের ভ্যাকসিন সেন্টারে নারী টিকা গ্রহীতার উপস্থিতি বেশি চোখে পড়ে।
পৌরসভার ২ নং ওয়ার্ডের টিকাকেন্দ্রে টিকা নিতে আসা বিলকিস নাহার জানান, "টিকা নিয়ে সুস্থ থাকা যাবে সেকারণে টিকা নিতে এসেছি। টিকাকেন্দ্রে টিকা নিতে কোন হয়রানির স্বীকার হতে হয়নি'।
সাতক্ষীরার মত মৌলভীবাজারেও কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতি পুরুষের তুলনায় বেশি ছিল।
ঢাকা শহরের ভ্যাকসিন সেন্টারগুলোতেও নারীর উপস্থিতি বেশি ছিল।
নয়াটোলা ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় ভ্যাকসিন সেন্টারে মঙ্গলবার দুপুর ২টায় গিয়ে দেখা যায়, কাউন্সিলরের কার্যালয় নয়াটোলা পার্কের সামনে হওয়ায় টিকা নেয়ার জন্য আসা নারীদের লম্বা লাইন পার্কের ভেতরে চলে গেছে। এমসয় প্রায় ১৫০ জন লাইনে টিকার অপেক্ষায় ছিল।
দুপুর আড়াইটায় দিকে ৫৫ বছর বয়সী হালিমা খাতুন টিকা নিয়ে বেড়িয়ে বলেন, "এক মাস হয়েছে রেজিস্ট্রেশন করেছিলাম কিন্তু মেসেজ পাইনি। আজকে টিকা নিতে পেরে ভাল লাগছে। এমন ব্যবস্থা যেন সব সময় থাকে"।
২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন তাদের টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে কাল। একইভাবে আগামী মাসের ২৮ তারিখে তাদের দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে।
ডিএনসিসি তালিকাভুক্ত টিকাকেন্দ্র প্রভাতী উচ্চ বিদ্যানিকেতনে সকাল সাড়ে ৯টায় গিয়ে দেখা যায় টিকা নেয়ার জন্য ২০-২৫ জন অপেক্ষা করছে। এদের মধ্যে নারীর সংখ্যা অর্ধেকের বেশি ছিল।
মঙ্গলবার দক্ষিণ সিটি করপোরেশনের ২৬২৫০ জনকে টিকা দেয়ার টার্গেট ছিলো। তবে দিন শেষে দক্ষিণ সিটি করপোরেশন ২৮৭০২ জনকে টিকা দিয়েছে। এর মধ্যে নারী টিকাগ্রহীতা ছিল ৪৫%।
দেশে করোনাভাইরাসের ভ্যাকসিনেশনের শুরুতে নারীদের মধ্যে টিকা নেয়ার হার কম ছিল। ডেল্টা ভেরিয়েন্টের কারণে সেকেন্ড ওয়েভে নারীদের মৃত্যু বাড়তে থাকায় তাদের টিকা নেয়ার হারও বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত সোমবার পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছে ৫৫.৯৪% পুরুষ ও ৪৪% নারী, আর দুই ডোজ টিকা নিয়েছে ৫৭.৩২% পুরুষ ও ৪২.৬৭% নারী।
সকাল ৯টায় শুরু হওয়া টিকাদান চলে সন্ধ্যা পর্যন্ত। সেন্টারগুলোতে প্রথম দুই ঘণ্টা নারী, বয়স্ক ব্যক্তি ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেয়া হয়। প্রথমদিন ৭৫ লাখ মানুষকে টিকা দেয়ার টার্গেট থাকলেও যেসব সেন্টারে টার্গেট পূরণ হয়নি সেসব সেন্টারে বুধবারও টিকা দেয়া হবে।
প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস সাংবাদিকদের বলেছেন, "কেউ টিকা ছাড়া ফিরে যাবে না। অনেকেই নিবন্ধন করে দুই-তিন মাস ধরে এসএমএস পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের অগ্রাধিকার পাওয়া উচিত। এর ভেতরে যদি কোনও বয়স্ক মানুষ চলে আসে আমরা তাদেরও টিকা দেবো। সিদ্ধান্ত হচ্ছে- কেউ আজ ফিরে যাবে না। আজ টার্গেট পূরণ না হলে কালও (বুধবার) টিকা দেওয়া হবে"।
আহমেদ কায়কাউস আরো বলেন, "আজ থেকে আমরা বড় অংকের টিকা দেব; যাতে অপেক্ষমাণ যারা আছেন তাদের সংখ্যা কমে আসে। তারপর আমরা বয়সসীমা ২৫ বছর থেকে ধাপে ধাপে কমিয়ে আনবো"।
এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কুমিল্লার ২৪৪টি কেন্দ্রে তিন লাখ ৪০ হাজার করোনার টিকা প্রদান করা হয়েছে।
কুমিল্লার সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কুমিল্লার সিটি করপোরেশন এলাকার ২৭টি কেন্দ্রে এক হাজার ও ইউনিয়ন পরিষদের কেন্দ্রগুলোতে দেড় হাজার করে সিনোফার্মার টিকা দেওয়া হয়েছে।
দিনাজপুরেও মঙ্গলবার দিনভর বিভিন্ন টিকাকেন্দ্রে দেখা গেছে উপচেপড়া ভিড়। তবে স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় যে পরিমাণে টার্গেট দেয়া হয়েছিল তা পূরণ হয় নি। চ
বাগেরহাটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষে এক লাখ ১৭ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে। প্রতিটি টিকাকেন্দ্রে টিকা প্রত্যাশীদের উপচেপড়া ভিড় ছিল।
দুপুরের দিকে বাগেরহাট শহরের আদর্শ বিদ্যালয় কেন্দ্রে দেখা যায় বৃষ্টি উপেক্ষা করে মানুষের ভিড়। সোনা বড়ুয়া, রুমা বেগম, পিয়ারাসহ কয়েকজন বলেন, "প্রায় তিন-চার ঘন্টা অপেক্ষার পরে টিকা পেয়েছি। অপেক্ষার পরেও যে টিকা পেয়েছি এ জন্য খুশি আমরা"।
নোয়াখালিতে প্রতিটি কেন্দ্রে পুরুষদের তুলনায় টিকা নিতে নারীদের আগ্রহ বেশি লক্ষ্য করা গেছে। জান্নাতুল ফেরদাউস নামের একজন জানান, গত রোববার বাজারের একটি দোকান থেকে অনলাইনে নিবন্ধন করেন তিনি। মাত্র ২ দিনেই টিকা গ্রহণ করতে পেরে খুশি তিনি।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিন ভ্যাকসিনেশন ক্যাম্পেইনে একদিনে ৭৫ লাখ টিকা দেয়ার কথা থাকলেও মঙ্গলবার টিকা নিয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন।
এদিন নিয়মিত ভ্যাকসিনেশনের আওতায় টিকার দ্বিতীয় ডোজ নিয়েছে ১ লাখ ৩৩ হাজার ৮৬৯ জন। যেসব কেন্দ্রে টার্গেট পূরণ হয়নি, সেসব কেন্দ্রে ক্যাম্পেইনের আওতায় আজ টিকা দেওয়া হবে।