টিকা সরবরাহ: ঢাকার উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানাল দিল্লি
ভারত জানিয়েছে তারা সবসময় প্রতিবেশীদের অগ্রাধিকার দিয়ে থাকে, তাই যথাসময়ে টিকা পাওয়ার নিয়ে বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।
আজ মঙ্গলবার নয়াদিল্লির এক কূটনৈতিক সূত্র বার্তা সংস্থা ইউএনবি'কে জানান, "সেরাম ইনস্টিটিউড প্রধানের দেওয়া বিবৃতি আমরা দেখেছি। প্রতিবেশী বাংলাদেশের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ভারত তার প্রতিবেশীদের সবসময় অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করে, এবারও ভিন্ন কিছু হবে না।"
ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার বিষয়টি পুনরায় উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গত বছরের ১৭ ডিসেম্বর এক সম্মেলনে আশ্বাস দিয়েছিলেন যে, ভারতে টিকা উৎপাদনের সঙ্গেসঙ্গেই তা বাংলাদেশকে দেওয়া হবে।
এসময় বেসরকারি খাতের মধ্যে চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়টিও উভয় রাষ্ট্রনেতা উল্লেখ করেন।
এসময় দুই দেশ নিজ নিজ কোভিড অতিমারী পরিস্থিতি তুলে ধরে এবং চলমান সঙ্কটকালে নিজেদের মধ্যে সম্পর্ক স্থিতিশীল রাখার ব্যাপারে মতবিনিময় করে।