তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদেরও সপ্তাহে ২ দিন ক্লাসে আসতে হবে
মাধ্যমিক স্তরের অষ্টম ও নবম শ্রেণির পর, এবার প্রাথমিক স্তরের তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাসও সপ্তাহে দুই দিন করে হবে। আগামী শনিবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।
বর্তমানে, এই শ্রেণির শিক্ষার্থীদের সপ্তাহে একদিন সশরীরে ক্লাসে উপস্থিত থাকতে হয়।
এ বিষয়ে শীঘ্রই সার্কুলার ইস্যু করা হবে বলে দৈনিক প্রথম আলোকে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম।
এর আগে সোমবার, অষ্টম এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের বিদ্যালয়ে এসে ক্লাসের সংখ্যা সপ্তাহে দুই দিন পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
তখন থেকেই তৃতীয় ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস বাড়ানোর পরিকল্পনা ছিল সরকারের।
উল্লেখ্য, করোনা মহামারির জন্য প্রায় দেড় বছর বন্ধ থাকার পর সরকার গত ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজ পুনরায় চালু করে।
প্রাথমিকভাবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার পরীক্ষার্থীরা এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত হচ্ছে।
অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের সপ্তাহে একবার ক্লাসে উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে সরকার ধীরে ধীরে ক্লাসের সংখ্যা বৃদ্ধি করছে।