দুটি মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট ও চিকিৎসা সরঞ্জাম নিয়ে চট্টগ্রাম বন্দরে ভারতীয় যুদ্ধজাহাজ
বাংলাদেশের জন্য উপহারস্বরূপ দুটি ৯৬০ এলপিএম মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট এবং চিকিৎসাসামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ 'আইএনএস সাবিত্র'।
বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় জাহাজটি চট্টগ্রাম সমুদ্র বন্দরের এনসিটি ৫ নম্বর জেটিতে ভিড়ে। অক্সিজেন প্ল্যান্ট এবং চিকিৎসাসামগ্রী বাংলাদেশ নৌবাহিনী এবং ঢাকা মেডিকেল কলেজের জন্য আনা হয়েছে।
চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে জাহাজটিকে স্বাগত জানান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাইন। তিনি জাহাজটির কমান্ডার এন রবি সিংকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
বিএনএস পতেঙ্গা নেভি হাসপাতালের কমান্ডিং অফিসার এম মাহবুবুর রহমান বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার অক্সিজেন প্ল্যান্টের কাগজপত্র গ্রহণ করেন।
এরপর নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার মো. ওমর ফারুকের পরিচালনায় ২৯ সদস্যের ব্যান্ড দল দেশের গান পরিবেশন করে।