নিজের শটগানের গুলিতে আনসার সদস্য নিহত
কক্সবাজারের রামু উপজেলায় নিজের শটগান আনলোড করার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হন মো. বেলাল উদ্দিন (২২) নামের এক আনসার ভিডিপি সদস্য। ঈদগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দায়িত্ব শেষে শটগান আনলোড করছিলেন তিনি।
উপজেলা পরিষদ কমপ্লেক্সে বৃহস্পতিবার (১১ নভেম্বর) রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনা ঘটে। শুক্রবার (১২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আনসার ভিডিপির কমান্ডার অমলান জ্যোতি নাথ।
নিহত বেলাল উদ্দিন কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়নের নতুনপাড়া এলাকার আব্দুল হাকিমের ছেলে।
কমান্ডার অমলান জ্যোতি নাথ জানান, ভোট গ্রহণ ও গণনা শেষে রামু উপজেলা কমপ্লেক্সে ফেরার পর নিজেদের শটগান থেকে গুলি আনলোড করছিলেন বেলাল উদ্দিনসহ দায়িত্বরত অন্যান্য সদস্যরা। এসময় বন্দুক থেকে 'ভুলবশত' গুলি ছোঁড়েন বেলাল নিজেই। সে গুলি তার মাথায় লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জ্যোতি নাথ বলেন, "আসলেই তার শটগান থেকে গুলিটা বেরিয়েছে নাকি অন্য কারও শটগান থেকে বেরিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নেপথ্য অন্য কোন কারণ থাকলে তা তদন্তে বেরিয়ে আসবে।"
জেলা কমান্ডার আরও জানান, সম্প্রতি ২১ দিনের প্রশিক্ষণ শেষে আনসারে যোগ দেয় বেলাল। এটি তার দ্বিতীয় নির্বাচনী দায়িত্ব ছিল।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রণয় চাকমা বলেন, "প্রাথমিকভাবে বিষয়টিকে 'মিস ফায়ার' বলে ধারণা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।"