ফের হালদায় ভেসে উঠলো মৃত ডলফিন, মুখে আটকা জাল
করোনাভাইরাসে লকডাউনের কারণে দূষণ কমে প্রকৃতি যখন নিজের রূপ ফিরে পাচ্ছে, ঠিক তখনি একে একে হালদা নদীতে পাওয়া যাচ্ছে মৃত ডলফিন। আজ রোববারেও চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
৭ ফুট ১ ইঞ্চি দৈর্ঘ্য ও আনুমানিক ৭৫ কেজি ওজনের এই ডলফিন নদীর রাউজান মদুনাঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
এর আগে গত ৮ মে নদী থেকে জবাইকৃত একটি মৃত ডলফিন পাওয়া যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা রিসার্চ ল্যাবরেটরির গবেষক ড. মো. মনজুরুল কিবরীয়া বলেন, ডলফিনটির মুখে জাল আটকে ছিলো। ধারণা করা হচ্ছে, জেলেদের জালে আটকা পড়ে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা গেছে এটি। আমরা প্রাণীটির ছবি তুলে হাইকোর্টের নির্দেশে গঠিত কমিটির কাছে পাঠিয়েছি।
তিনি আরও বলেন, এই প্রজাতির ডলফিন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) লাল তালিকাভুক্ত। বিপন্ন প্রজাতির এই ডলফিনটি হালদায় আছে মাত্র দুই থেকে আড়াইশটি।
ডলফিন হত্যা বন্ধে কার্যকর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল চলতি মাসে। রিটের ভিত্তিতে ১৯ মে হালদা নদীর জীববৈচিত্র্য, কার্পজাতীয় মা-মাছ ও ডলফিন রক্ষায় চট্টগ্রাম জেলা প্রশাসকের নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমিটি করে দিয়েছেন হাইকোর্ট।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪ সদস্যের এ কমিটিকে কার্যক্রম চালিয়ে যেতে বলা হয়েছে। আগামী ২৮ মে রিটের পরবর্তী শুনানির জন্য আদালতের কার্যতালিকায় রাখা হয়েছে।
হালদা রিসার্চ ল্যাবরেটরির তথ্য অনুযায়ী, গত ২ বছরে এই নদীতে মারা গেছে ২৫ টি ডলফিন।