বাংলাদেশে ট্রায়ালের অনুমতি পেল চীনের আইএমবিক্যামস কোভিড টিকা
দেশে চীনে আবিষ্কৃত আইএমবিক্যামস কোভিড-১৯ টিকার ক্লিনিক্যাল বা মানব ট্রায়ালের অনুমতি দিয়েছে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ (বিএমআরসি)। আইসিডিডিআর,বি এ ট্রায়াল পরিচালনা করবে।
বিএমআরসি'র চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন।
অধ্যাপক মোদাচ্ছের আলী বলেন, আজকে চীনের আইএমবিক্যামস কোভিড-১৯ টিকার তৃতীয় বা শেষ পর্যায়ের মানব ট্রায়ালের জন্য চিঠি দেওয়া হয়েছে। আইসিডিডিআর,বি তাদের মানব ট্রায়াল গবেষণার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। কবে থেকে ট্রায়াল শুরু হবে তা আইসিডিডিআর,বির আবেদনের পর জানা যাবে। আমরা ট্রায়ালের নৈতিক অনুমোদন দিয়েছি।
চীনের ইনস্টিটিউট অব মেডিকেল বায়োলজি অব দ্য চাইনিজ একাডেমি অব সায়েন্সেস আবিষ্কৃত কোভিড টিকাটি চীনে অনুমোদন পাওয়া সাতটি টিকার মধ্যে অন্যতম। বর্তমানে এ ভ্যাকসিনটির কী পরিমাণ ডোজ উৎপাদন হচ্ছে বা চীনে স্থানীয় পর্যায়ের টিকাকরণে এর কী পরিমাণ ডোজ ব্যবহৃত হচ্ছে- সেব্যাপারে স্পষ্ট করে কিছুই জানা যায়নি বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়।