ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় দিনে টিকা নিলেন ৬ লাখের বেশি মানুষ
করোনাভাইরাসের ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের দ্বিতীয় দিন ছয় লাখ ৭৭ হাজার ৭৭২ জন টিকা গ্রহণ করেছেন। এই নিয়ে ক্যাম্পেইনের দুই দিনে দেশে ভ্যাকসিন নিয়েছেন মোট ৩৭ লাখ ১৮ হাজার ৪০ জন।
রোববার রাত সাড়ে দশটার দিকে পাঠানো স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রোববার সিনোফার্মের ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন চার লাখ ১৮ হাজার ২৩৭ জন এবং মর্ডানার ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৯ হাজার ৫৩৫ জন।
রোববার দ্বিতীয় দিন সিনোফার্মের ভ্যাকসিন নিয়েছেন দুই লাখ ২৮ হাজার ৭৭৭ জন পুরুষ ও এক লাখ ২৫ হাজার ৬৮৯ জন নারী। এছাড়া, মডার্নার ভ্যাকসিন নিয়েছেন এক লাখ ২৫ হাজার ৬৮৯ জন পুরুষ ও এক লাখ তিন হাজার ৮৪৬ জন নারী।
ছয় দিনে ৩২ লাখ মানুষকে করোনাভাইরাসের ভ্যাকসিনের প্রথম ডোজ দিতে শনিবার প্রথমবারের মতো ইউনিয়ন পর্যায় থেকে সারাদেশে ভ্যাকসিন দেওয়া হয়।
দ্বিতীয় দিনে সিটি করপোরেশন এলাকা ও প্রথম দিন যেসব এলাকায় টিকা দেওয়া হয়নি, সেসব এলাকার মানুষ ভ্যাকসিন পেয়েছেন। ক্যাম্পেইনে গ্রামে সিনোফার্ম ও শহরে মডার্নার ভ্যাকসিন দেওয়া হয়।
তবে, দুই দিনে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ভ্যাকসিন দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা অনুযায়ী, ৯ অগাস্ট টিকা দেওয়া হবে দুর্গম ও প্রত্যন্ত এলাকায়। আর ১০ থেকে ১২ অগাস্ট পর্যন্ত ৫৫ বছরের বেশি বয়সী রোহিঙ্গাদের মধ্যে টিকাদান কর্মসূচী চলবে।