ভ্যাকসিন সহযোগিতা নিয়ে আলোচনায় বাংলাদেশে শ্রিংলা: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেছেন, ভারতে করোনার ভ্যাকসিন আবিষ্কার হচ্ছে, সেটি বাংলাদেশ কিভাবে পেতে পারে তা নিয়ে আলোচনা করতেই বাংলাদেশে এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা।
এছাড়াও তার সঙ্গে পারস্পরিক সুযোগ-সুবিধার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে- সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, সম্প্রতি কোভিড পরিস্থিতির কারণে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক হয়নি। তবে, পরিস্থিতি উন্নতি হলে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়েও বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিসহসহ নানা সমস্যা সমাধানে আলোচনা হবে।
দুদেশের পারস্পরিক সু-সম্পর্ক থাকায়- বিভিন্ন সমস্যা সহজেই সমাধান হয়, বলেও জানান তিনি।
ভারত বাংলাদেশের ঐতিহাসিক বন্ধু উল্লেখ করে মন্ত্রী বলেন, আগামী বছর বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবে ভারতের অংশগ্রহণ বিষয়েও শ্রীংলার সফরে আলোচনা হবে।
প্রসঙ্গত, দুদিনের সফরে মঙ্গলবার সকালে বাংলাদেশ এসেছেন ভারতের পররাষ্ট্র সচিব।
বুধবার সকালে সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠানে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাত থেকে আসা প্রবাসী শ্রমিকদের কর্মস্থলে ফেরত যেতে যে জটিলতার সৃষ্টি হয়েছে, তা সমাধানের চেষ্টা চলছে।
তিনি বলেন, করোনা পরিস্থিতিতে বিভিন্ন দেশ বলেছিল ভিসার মেয়াদ বা ইকামা বিনা পয়সায় অটোমেটিক নবায়ন হবে।
''কিন্তু কয়েকটি দেশ, যেমন ইউএই (সংযুক্ত আরব আমিরাত) তারা নতুন নতুন আইন দিচ্ছে। এখন তারা বলছে, শুধু ভিসার মেয়াদ নয়; ভ্যালিড ভিসা থাকতে হবে, তারপর যে কফিল (মালিক) রয়েছেন, তার গ্রীন সিগন্যাল লাগবে। এই অবস্থায় কিছু লোক পাঠানো হলেও কফিলের গ্রীন সিগন্যাল না থাকায়, তাদের ফেরত দিয়েছে। এই বিষয়টি বেশ ঝামেলা, তবে সমস্যা সমাধানের চেষ্টা চলছে'' জানান পরররাষ্ট্রমন্ত্রী।
বঙ্গবন্ধুর প্রতিকৃতি উদ্বোধনকালে জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামসহ প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।