র্যাগিং ঠেকাতে মাঠে নামছে বুয়েট প্রশাসন, প্রমাণ হলেই সঙ্গে সঙ্গে বহিষ্কার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি হওয়া প্রথম বর্ষের নতুন শিক্ষার্থীদের কোনো সিনিয়র শিক্ষার্থী যাতে র্যাগ দিতে না পারে সে লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের ‘ভিজিল্যান্স টিম’ গঠন করেছে কর্তৃপক্ষ।
এই টিমের সদস্যরা ২৪ ঘণ্টাই সক্রিয় থাকবেন। নবীন ছাত্র ছাত্রীরা কোনো সমস্যার মুখে পড়লেই এই টিমকে জানাতে বলা হয়েছে। ভিজিল্যান্স টিম কারও বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোনো প্রকার কারণ দর্শানো ছাড়া প্রমাণ সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে তাৎক্ষনিকভাবে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নিতে পারবেন।
বৃহস্পতিবার বুয়েটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, এ লক্ষ্যে তাকে আহ্বায়ক করে চারটি কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের সবগুলো হলের প্রাধ্যক্ষ ও সহকারী প্রাধ্যক্ষরা ওই চার কমিটির সদস্য হিসেবে কাজ করবেন। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে তারা কাজ শুরু করবেন।
এ বিষয়ে আসিফ শাহরিয়ার সুস্মিত নামে বুয়েটের এক শিক্ষার্থী দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, “নানা সময়ে এইসব উদ্যোগ বিভিন্ন কারণে কাজ করেনি। আমি আশা করবো, এখন যেহেতু বুয়েটে কোনো রাজনৈতিক চাপ নেই তাই প্রশাসন এ বিষয়ে স্বাধীনভাবে কাজ করতে পারে। তবে এই কাজটা যদি আগে করা যেতো তাহলে আবরারকে হয়তো মরতে হতো না।”