১০ মাস পর বালিয়ামারী-কালাইচর বর্ডার হাট খুলছে
কুড়িগ্রামের বালিয়ামারী-কালাইচর বর্ডার হাটটি প্রায় ১০ মাস বন্ধ থাকার পর আজ আবার খুলছে।
দেশের অভ্যন্তরে করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে সতর্কতা হিসেবে গত বছরের মার্চে কুড়িগ্রামের গারো পাহাড় অঞ্চলবর্তী এই বালিয়ামারী-কালাইরচর বর্ডার হাটটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল।
প্রতিবেশি দেশ ভারতের সাথে বাণিজ্য আদানপ্রদানের অন্যতম মাধ্যম ছিল এই হাট।
সাউথ ওয়েস্ট গারো হিল ডিসট্রিক্ট প্রশাসনের ডেপুটি কমিশনার শ্রী রামকৃষ্ণ জানান, প্রজ্ঞাপন জারির পর আগামীকাল থেকে বর্ডার হাট বাণিজ্যে ফিরছে।
যথাযথ বিধিনিষেধ মেনেই প্রতি সোমবার এবং বুধবারে হাটটি সচল থাকবে। কালাইচর বর্ডার হাট ম্যানেজমেন্ট কমিটি জানায়, মেঘালয়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রণীত স্বাস্থ্য নির্দেশিকাগুলো তাঁরা কঠোরভাবে পালনের মাধ্যমেই হাটটি খোলা রাখবেন। স্বাস্থ্য কর্মকর্তাদের সহায়তার মাধ্যমে থার্মাল স্ক্যানার, হ্যান্ড স্যানিটাইজার, সাবান ইত্যাদি হাটের প্রবেশমুখেই থাকবে। প্রতিটি ক্রেতা এবং বিক্রেতাকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে।
জেলা প্রশাসক কর্তৃক ইস্যুকৃত নোটিশে আরও বলা হয়, হাটের দিনে কালাইচর বর্ডার হাটের পুরো এলাকা সোডিয়াম হাইপোক্লোরাইট দিয়ে জীবাণুমুক্ত করা হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোন দর্শনার্থী প্রবেশ করতে পারবে না। পাশাপাশি যেকোন অপ্রীতিকর ঘটনায় সাথে সাথে জেলা প্রশাসককে জানানোর আহবান করা হয়েছে।
সূত্রঃ দ্য শিলং টাইমস