১৫ দিন বাবা-মা'র সঙ্গেই থাকবে জাপানি-বাংলাদেশি দম্পতির দুই সন্তান: নির্দেশ আদালতের
জাপানি নাগরিক নাকানো এরিকো ও বাংলাদেশি বংশোদ্ভুত আমেরিকান নাগরিক শরীফ ইমরান তাদের দুই কন্যা শিশুকে নিয়ে গুলশানের একটি ভাড়া বাসায় আগামী ১৫ দিন থাকবেন বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
এই সময়ে ঢাকার সমাজ সেবা অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর শিশুদের স্বাভাবিক বিকাশের বিষয়টি তদারকি করবেন। আর তাদের নিরাপত্তা নিশ্চিত করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
আলোচিত দুই শিশুর বিষয়ে আজ মঙ্গলবার (৩১ আগস্ট) দুই ধাপে শুনানির পর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
সেসময় আদালত বলেন, 'সব বিষয়ে শুনে বাচ্চাদের ভালো থাকার বিষয়টিকে বিবেচনায় নিয়ে আমরা এই আদেশ দিচ্ছি।'
এর আগে দুই মেয়েসহ তাদের মা-বাবা এবং ফুপু দুপুরে আদালত কক্ষে উপস্থিত হন। এরপর দুই পক্ষের আইনজীবীর শুনানি শুরু হয়। এক পর্যায়ে আইনজীবীসহ দুই মেয়ে এবং তাদের মা-বাবা ও ফুপুকে খাস কামরায় ডেকে সবার বক্তব্য শোনেন হাইকোর্ট।