১ সপ্তাহের মধ্যে চট্টগ্রামে মরিচের দাম ১০০ বেড়ে ৩০০ টাকা
চট্টগ্রামে এক সপ্তাহেরও কম সময়ে কাঁচা মরিচের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। খুচরায় ২০ টাকার কমে বিক্রি হচ্ছে না।
মূলত আমদানি কম হওয়ায় অস্বাভাবিক ভাবে বেড়েছে কাঁচা মরিচের দাম।
চট্টগ্রামে সবজির সবচেয়ে বড় বাজার রিয়াজউদ্দীন বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকায়। সে হিসেবে পাইকারিতে প্রতিকেজি মরিচ বিক্রি হচ্ছে ২৪০ থেকে ২৫০ টাকায়। আর খুচরা বাজারে কেজিতে দাম ঠেকেছে ৩০০ টাকায়।
বিক্রেতারা জানান, এক সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে মরিচের দাম ১০০ টাকা বেড়েছে। গত সোমবারও চট্টগ্রামে পাইকারিতে ১৮০ ও খুচরা বাজারে ২২০ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি কাঁচা মরিচ।
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট কাঁচা বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দুই সপ্তাহ ধরে প্রায় প্রতিদিন বৃষ্টি হচ্ছে। মরিচসহ সবজি উৎপাদনকারী অনেক নিচু এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। ফলে বিভিন্ন সবজিগাছের ক্ষতি হয়েছে। চাহিদার তুলনায় মরিচের সরবরাহ কম থাকায় বাজারে মরিচে দাম ঊর্ধ্বমুখী। অন্যান্য সবজির দামও বেড়েছে।'
চকবাজারের সবজি ব্যবসায়ী রশিদ উদ্দিন বলেন, 'তিন দিন আগে পাঁচ কেজির পাল্লা কিনেছিলাম ৯৫০ টাকা দিয়ে। গতকাল সকালে মরিচ কিনতে হয়েছে প্রতিপাল্লা ১২০০ টাকায়। এরপরে কয়েক ঘণ্টার ব্যবধানে একই মরিচের পাল্লা বিক্রি হতে দেখা গেছে ১২৫০ থেকে ১৩০০ টাকায়। পাইকারিতে দাম বাড়ায় খুচরা বাজারেও দাম বেড়েছে। এখন প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।'
তবে নগরের সবচেয়ে বড় কাঁচা বাজার কাজীর দেউড়ি বাজারের সবজি ব্যবসায়ী আলমাস হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'দেশে কাঁচা মরিচের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে বাণিজ্য মন্ত্রণালয়ের মধ্যস্থতায় ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করা হয়। কিন্তু সম্প্রতি ভারত থেকে মরিচের আমদানি কমে গেছে। এ কারণে সরবরাহ কমে বাড়তি টাকায় আড়ত থেকে মরিচ কিনে বিক্রি করতে হচ্ছে।'
মরিচ ছাড়াও কাঁচা বাজারগুলোতে প্রায় সব ধরনের সবজির কেজি অন্তত ১০-১৫ টাকা বেড়েছে। কাঁকরোল, উস্তা, মিষ্টি কুমড়া, লাউ, বরবটির মতো সবজি ক্রেতাদের ৫০-৭০ টাকা কেজিতে কিনতে দেখা গেছে। এসব সবজি গত সপ্তাহেও কেজিতে ৪৫-৫০ টাকার মধ্যে ছিল বলে জানিয়েছেন বাজারে আসা ক্রেতারা।
কাঁকরোল ৫০,শসা ৬০, বেগুন ৬০, ঢেঁড়শ ৩০, পেঁপে ২৫, বরবটি ৬০, কাঁচকলা ৩০, মিষ্টি কুমড়া ৫০, গাজর ১৪০, শালগম ১২০, লাউ প্রতিটি ৫০-৬০, বরবটি ৭০, পটোল ৬০, আলু ২৮-৩০ ও টমেটো ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
চকবাজারে বাজার করতে আসা পোশাকশ্রমিক লায়লা আক্তার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'সপ্তাহ আগেও প্রতিদিনের রান্নার জন্য ৫-১০ টাকার কাঁচা মরিচ নিয়ে যেতাম। এখন ২০ টাকার নিচে খুচরা কাঁচামরিচ বিক্রি করা হচ্ছে না। নিম্ন ও মধ্যবিত্তদের পক্ষে কাঁচা মরিচ কেনা অসম্ভব হয়ে পড়েছে। যে দ্রব্যের দামই একবার বাড়ে তা আর কমার লক্ষণ দেখিনা। এটাই আমাদের নিয়তি।'