আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইএমএফ থেকে কঠিন শর্তে ঋণ নেওয়ার জন্য জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার।
এছাড়া সরকার এতদিন বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মিথ্যাচার করেছে বলেও দাবি করেন তিনি।
শনিবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্রদলের সভাপতি মো. নূরে আলমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আয়োজিত ছাত্রসমাবেশে প্রধান বিএনপির মহাসচিব এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, 'সরকার এত দিন মিথ্যাচার করেছে, রিজার্ভে এত টাকা আছে—এত ডলার জমা আছে যে. কোনো চিন্তার কারণ নেই। কিন্তু এখন রিজার্ভ কমে যাওয়ায় আইএমএফ থেকে কঠিন শর্তে সরকার ঋণ নিচ্ছে; যার ফলেই জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি।'
তিনি বলেন, আইএমএফের কাছে ঋণ চেয়েছে সাড়ে চার শত কোটি ডলার। কারণ, এত দিন ধরে যে মিথ্যাচার করে এসেছে, রিজার্ভে তাদের এমন টাকা আছে, এত ডলার জমা আছে যে তাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আজকে রিজার্ভ কমে যাওয়ার কারণে আইএমএফ, এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ঋণ নিচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আইএমএফের ঋণের শর্ত খুব শক্ত। তারা বলছে, কোথাও সাবসিডি না দিতে ও তেলের ওপর ভর্তুকি দেওয়া বন্ধ করতে—যেসব পণ্যের ওপর ভর্তুকি দেওয়া আছে, সেসব পণ্যের ওপর থেকে ভর্তুকি প্রত্যাহার করতে। এর ফলে আজকে এটা করা হচ্ছে।
জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি 'মড়ার উপর খাঁড়ার ঘা' হয়ে এসেছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি দেশের সমগ্র অর্থনীতির ওপর ভয়ংকর প্রভাব ফেলবে বলে তিনি মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে পরিবহনভাড়া বেড়ে যাবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য চাল, ডাল, আটা, তেলের দাম আবার দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে যাবে। মাঝখান থেকে ক্ষতিগ্রস্ত হবে কে? আমাদের সাধারণ মানুষ; যারা দিন আনে দিন খায়। এভাবে বারবার বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি তেলের দাম বাড়ানো হচ্ছে, সয়াবিন তেলের দাম বাড়ানো হচ্ছে।'
বিএনপির এই নেতা বলেন, শুক্রবার বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে রেখে সামান্য বাড়ানোর ইঙ্গিত দিলেও রাতে দাম অনেক বেশি বাড়ানো হয়।
তিনি বলেন, সরকার বারবার বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি ও সয়াবিন তেলের মূল্যবৃদ্ধি করে দেশবাসীকে চরম দুর্ভোগে ফেলেছে। 'কাঁচা মরিচের কেজি এখন ৩০০ টাকা। এমন দমন-পীড়নে মানুষ বিক্ষুব্ধ ও অস্থির হয়ে উঠেছে।'
বর্তমান সরকার 'ভয়াবহ দানবে' পরিণত হয়েছে উল্লেখ করে ফখরুল বলেন, দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এই সরকারকে ক্ষমতাচ্যুত করাই এখন একমাত্র দেশপ্রেমিকের কাজ।
ভোলায় বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের গুলিবর্ষণের তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, এই সরকার ভীতি ছড়িয়ে, মানুষকে গুলি করে হত্যা ও আহত করে ক্ষমতায় টিকে আছে। 'সে কারণেই হত্যার ঘটনা ঘটছে। নূর-এ-আলম ও আবদুর রহিমের আত্মত্যাগ গণতন্ত্রের জন্য আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী ও তীব্র করবে।'
ফখরুল অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার শুধু বিরোধী দল ও বিএনপিকে আক্রমণ করছে না, নিজেদের অবৈধ ক্ষমতা রক্ষার জন্য ব্যাপক দুর্নীতিতেও লিপ্ত হচ্ছে।