৫-১১ বছর বয়সীদের পরীক্ষামূলক কোভিড টিকাদান শুরু হবে
আগামী ১১ আগস্ট পরীক্ষামূলকভাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকা দেওয়া হবে।
এরপর কিছুদিন তাদের পর্যবেক্ষণে রাখার পর ২৬ তারিখ থেকে পুরোদমে শিশুদের টিকাদান শুরু হবে।
রোববার (৭ আগস্ট) দুপুরে মহাখালীর নিপসম অডিটোরিয়ামে, 'আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ' পালনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, আজ ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার বিশেষ ভাবে তৈরি ১৫ লাখ টিকা এসেছে।
এর আগে গত সপ্তাহে শিশুদের জন্য ফাইজারের বিশেষ টিকার ১৫ লাখ ডোজ দেশে এসেছে।
প্রথমে স্কুলের শিশুদের টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
ইতোমধ্যে ৫-১২ বছর বয়সী শিশুদের টিকা দিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে বাংলাদেশ।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে ৫-২ বছর বয়সী ২.২০ কোটি শিশু আছে।
এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের ফাইজার ভ্যাকসিন দেওয়া হয়। মোট ১.৭৩ কোটি শিক্ষার্থী প্রথম ডোজ পেয়েছে এবং দুটি ডোজ পেয়েছে ১.৬০ কোটি শিক্ষার্থী।