দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় ৪০০০ কর্মীর বেতন বাড়িয়েছে কেএসআরএম
চলমান মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বিবেচনায় নিম্নআয়ের কর্মীদের বেতন বৃদ্ধি করেছে কবির স্টিল রি-রোলিং মিলস (কেএসআরএম)। বৃহষ্পতিবার (২৫ আগস্ট) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
মাসিক বেতন ২৫ হাজার টাকার নিচে, এমন ৪০০০ কর্মীর বেতন বাড়ানো হবে বলে জানানো হয়েছে। নতুন এ নিয়ম ১ আগস্ট থেকে থেকেই কার্যকর হবে।
প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রত্যেক কর্মীর বার্ষিক যে পরিমাণ বেতন বাড়ানো (ইনক্রিমেন্ট) হয়, তার সমপরিমাণ বেতনই বাড়ানো হয়েছে। তবে এই বেতন বৃদ্ধি প্রতি বছরের নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধিতে কোনো প্রভাব ফেলবে না।
এর আগে গত জানুয়ারিতে কোভিড-১৯ এর কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে নিজেদের সব কর্মীর বেতন বাড়িয়েছিল কেএসআরএম।
কেএসআরএম'র গাড়ি চালক আলী আকবর বলেন, "এক বছরের ব্যবধানে বাজারে প্রতিটি পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। এতে সংসার চালাতে আমাদের হিমশিম খেতে হচ্ছে। কিন্তু আজ কোম্পানির কাছ থেকে বেতন বাড়ানোর ঘোষণায় আমরা খুশি। সংসারের টানাপোড়েন কিছুটা হলেও কমবে। এই বেতন বৃদ্ধিতে কোম্পানির প্রতি আমাদের দায়িত্ববোধ আরো বাড়বে। কাজে উদ্যম বাড়বে।"
কেএসআরএম উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান বলেন, "বর্তমান বাজার পরিস্থিতিতে স্বল্প আয়ের মানুষ বেশ বেকায়দায় আছে। হঠাৎ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাওয়ায় জনজীবনে এর প্রভাব পড়েছে।"
তিনি আরো বলেন, "পরিস্থিতি সামাল দিতে সরকার যেমন নানামুখী পদক্ষেপ নিয়েছে, আমাদেরও যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। কেএসআরএম সেই তাড়না থেকেই নিম্নআয়ের কর্মীদের পাশে দাঁড়িয়েছে। প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি কর্মীদের প্রতি কেএসআরএমের উদার দৃষ্টিভঙ্গি আগামীতেও অব্যাহত থাকবে।"