৪ দিনের ব্যবধানে সোনার দাম কমলো ভরিতে ১,২৮৩ টাকা
দাম বাড়ানোর চারদিন পর সোমার দাম কমানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি সোনার দাম ১,২৮৩ টাকা কমিয়ে ৮৩,২৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) বাজুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকরের ঘোষণা দেওয়া হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে নিখাদ সোনার দাম কমে যাওয়ায় দাম কমানোর এই ঘোষণা দেওয়া হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ৮০,৭১৪ টাকা থেকে কমিয়ে ৭৯,৪৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৯,১৬৭ টাকা থেকে কমিয়ে ৬৮,১১৪ টাকা, এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫৭,৩৮৯ টাকা থেকে কমিয়ে ৫৬,৪৫৩ টাকা দাম নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখ থেকে একই পরিমাণে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস।