চট্টগ্রামে বিড়ালের মেলা, হাঁটল র্যাম্পে!
কারো চোখে চশমা, কারো পরনে দামি বেল্ট। নানা অলংকার পড়ে হেঁটে বেড়াচ্ছে র্যাম্পেও। না ওরা আপনার কল্পনার মানুষ নয়, দেশি-বিদেশি বিভিন্ন জাতের বিড়াল!
শুক্রবার চট্টগ্রাম নগরের খুলশীতে বিড়াল প্রদর্শনীর এ আয়োজন করে বার্ডস অ্যান্ড পেট অ্যানিম্যাল ক্লিনিক। প্রদর্শনী অনুষ্ঠানে র্যাম্প শোর সাথে সাথে বিনামূল্যে বিড়ালের স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ সেবাও দেওয়া হয়।
বার্ডস অ্যান্ড পেট অ্যানিম্যাল ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. সাদ্দাম হোসেন বলেন, বিড়াল ছোট বড় সবাইকে আনন্দ দেয়। খাদ্যশস্য, গৃহস্থালি সামগ্রী ও দোকানের পণ্যসামগ্রী সুরক্ষায় সাহায্য করে।
মূলত বিড়ালের প্রতি মানুষের ভালোবাসা বাড়াতে তাদের এ প্রদর্শনীর আয়োজন বলে জানান তিনি।
র্যাম্প শোতে দেশি-বিদেশি জাতের ১৫টি বিড়াল অংশ নিয়েছে। তাদের মধ্যে তিনটি বিড়ালকে পুরস্কার দেওয়া হয়।
বিচার কাজ পরিচালনা করেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ভজন চন্দ্র দাস, ড. মোহাম্মদ ইউসুফ এলাহী চৌধুরী ও সহকারী অধ্যাপক ডা. মো, রিদওয়ান পাশা।