সীমান্তে বিজিবি ও কোস্টগার্ডকে সতর্ক থাকতে বলা হয়েছে: পররাষ্ট্রসচিব
ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম বলেছেন, দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে আজ রোববার (১৮ সেপ্টেম্বর) উচ্চ পর্যায়ের সভা করেছে সরকার। একইসঙ্গে, সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ডকে উচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। প্রয়োজনে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাদের 'অতিরিক্ত শক্তি' মোতায়েনের প্রস্তুতি রাখতে বলা হয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে খুরশেদ আলম সাংবাদিকদের বলেন, 'বাংলাদেশ একটি দায়িত্বশীল ও শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলী আমরা যথেষ্ট ধৈর্যের সাথে পর্যবেক্ষণ করছি। সংশ্লিষ্ট সকল সংস্থার সাথে আমরা যোগাযোগ রাখছি, সরকারও সতর্ক আছে যাতে মিয়ানমারের কোনো নাগরিক বাংলাদেশ অনুপ্রবেশ না করতে পারে।
বৃহস্পতিবার বান্দরবান নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে রোহিঙ্গাদের আশ্রয় শিবিরে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল ও গুলিতে এক রোহিঙ্গা নিহত হন, আহত হয় ছয় শিশু। এর জন্য দায়ী কে জিজ্ঞাসা করা হলে পররাষ্ট্রসচিব বলেন, বুলেটের গায়ে মিয়ানমার আর্মি লেখা রয়েছে, কিন্তু সেটি কে ছুঁড়েছে সে বিষয়ে তারা নিশ্চিতভাবে বলতে পারছেন না।
তিনি জানান মিয়ানমার বলছে, বিদ্রোহী আরাকান আর্মি এসব গুলি চুরি করেছে, আর সেগুলি ছুঁড়ে বাংলাদেশ ও মিয়ানমারের সম্পর্ক খারাপ করতে চাইছে। 'এই অবস্থায় কে দোষী তা নির্ধারণ করা কঠিন'।
খুরশেদ আলম বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত যেন বাংলাদেশে ছড়িয়ে না পড়ে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে নেপিদোর প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।
রোববার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে চতুর্থবারের তলব করে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক ঘটনাবলীর তীব্র প্রতিবাদ জানানো হয়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন সচিব।