বিশ্বজিৎ হত্যা মামলার পলাতক আসামি ১০ বছর পর গ্রেপ্তার
বিশ্বজিৎ দাস হত্যা মামলায় ১০ বছর আগে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩১ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে নারায়ণগঞ্জের কেল্লাপুর এলাকা থেকে খন্দকার মোহাম্মদ ইউনুস আলী (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুল হক।
র্যাব জানায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিশ্বজিৎকে কুপিয়ে হত্যার পর থেকে খন্দকার মোহাম্মদ ইউনুস আলী পলাতক ছিলেন।
বিশ্বজিৎ হত্যা মামলায় ২১ জনকে আসামি করে চার্জশিট দাখিল করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। বিচারিক কার্যক্রম শেষে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ ২১ আসামির মধ্যে ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়।
গ্রেপ্তারকৃত খন্দকার ইউনুস আলী ওরফে ইউনুসকে নিম্ন আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিলেও তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে ২০১৭ সালে হাইকোর্ট এ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি খন্দকার ইউনুস আলীর যাবজ্জীবন সাজা বহাল রাখেন।
হাইকোর্টে রায় ঘোষণার সময়ও খন্দকার মোহাম্মদ ইউনুস আলী পলাতক ছিলেন।