বঙ্গবন্ধু রেলসেতুর নির্মাণ কাজের অগ্রগতি ৪৭ শতাংশ
যমুনা নদীর ওপর নির্মিত দেশের বৃহত্তম বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর নির্মাণকাজের অগ্রগতি হয়েছে ৪৭ শতাংশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) প্রকল্প পরিদর্শনের সময় উপস্থিত সাংবাদিকদের সামনে এ তথ্য জানান সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক মাসুদ আল ফাত্তাহ।
এ সময় তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি তুলে ধরে বলেন, ৪.৮ কিলোমিটার দীর্ঘ রেলওয়ে সেতুর ৪৯টি স্প্যনের মধ্যে চারটি স্প্যানের সুপার স্ট্রাকচারের কাজ শেষ হয়েছে। ফলে সেতুর কিছু অংশ এখন দৃশ্যমান।
পশ্চিমাংশে কাজের অগ্রগতি কিছুটা কম হলেও বর্তমানে তা এগিয়ে যাচ্ছে বলে তিনি জানান। প্রকল্পটি শেষ হওয়ার নির্ধারিত সময়সীমা ২০২৪ সালের আগস্ট। এ সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন মাসুদ আল ফাত্তাহ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান বৈশ্বিক সংকট কাজের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না।
জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮০ কোটি টাকা। দুটি প্যাকেজে এর কাজ নির্মিত হচ্ছে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু সেতুর ৩০০ মিটার দূরে রেলসেতুটি নির্মাণাধীন। ঢাকা এবং উত্তরবঙ্গের ২২টি জেলার সঙ্গে ট্রেন চলাচল সহজ করবে এই সেতু।
বঙ্গবন্ধু বহুমুখী সেতু দিয়ে বর্তমানে ৩৮টি ট্রেন চলাচল করে। নতুন রেলসেতু চালু হলে মালবাহীসহ মোট ৬৮টি ট্রেন চলাচল করতে পারবে। তার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে ট্রেন চলাচলের সুযোগও সৃষ্টি হবে।