ষাটোর্ধ্ব ব্যক্তি, ফ্রন্টলাইনারস, গর্ভবতীদের জন্য করোনা টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ
করোনাভাইরাসের বিস্তার রোধে কোভিড-১৯ টিকার চতুর্থ ডোজ দেওয়ার সুপারিশ করেছে জাতীয় টিকা সংক্রান্ত কারিগরি উপদেষ্টা কমিটি। তাদের মতে, ফ্রন্টলাইনারস তথা সম্মুখ সারির যোদ্ধা, ষাটোর্ধ্ব ব্যক্তি, এবং গর্ভবতী নারীদের অগ্রাধিকার ভিত্তিতে টিকার চতুর্থ ডোজ দেওয়া উচিত।
স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক বুধবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে বলেন, "কারিগরি কমিটি প্রথম দফায় সম্মুখ সারির যোদ্ধা, ৬০ বছরের বেশি বয়সী মানুষ এবং গর্ভবতীদের জন্য করোনাভাইরাস ভ্যাকসিনের চতুর্থ ডোজ সুপারিশ করেছে। সরকার এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিয়ে প্রক্রিয়া শুরু করবে।"
তিনি আরও জানান, আগামী ১ থেকে ৭ ডিসেম্বর দেশে দ্বিতীয় ও বুস্টার ডোজের ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৯০ লাখ ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে মোট ১৭ হাজার ১১৬টি দল কাজ করবে।
তিনি বলেন, এখন পর্যন্ত দেশে শিশুসহ মোট জনসংখ্যার ৮৭% প্রথম ডোজ টিকা গ্রহণ করেছে; ৭৩% মানুষ পেয়েছে দ্বিতীয় ডোজ এবং টিকার বুস্টার ডোজ পেয়েছে ৫২%।