নুহা-নাবার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
মেরুদণ্ডের নিচের অংশ জোড়ালাগা জমজ দুই শিশু, নুহা ও নাবার অস্ত্রোপচারের ব্যয় বহন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তাদের চিকিৎসার যাবতীয় খরচও প্রধানমন্ত্রী বহন করবেন বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দির আহমেদ।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিএসএমএমইউতে আট মাস বয়সী শিশু দুটির অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
বিএসএমএমইউ উপাচার্য বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি তাদের চিকিৎসার যাবতীয় খরচ বহন করছেন এবং আমাদের যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আমরা তার নির্দেশনা বাস্তবায়নের যথাসাধ্য চেষ্টা করব।"
দেশে কোনো মেরুদণ্ড জোড়ালাগা শিশুর প্রথম অপারেশন হতে যাচ্ছে এটি। জটিল ও স্পর্শকাতর এ অপারেশনের নেতৃত্বে রয়েছেন বিএসএমএমইউ'র নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন।
অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেনের নেতৃত্বে নুহা-নাবার মেডিকেল বোর্ডে পেডিয়াট্রিক সার্জারি, নিউরোসার্জারি, প্লাস্টিক সার্জারি, পেডিয়াট্রিক মেডিসিন, ভাসকুলার সার্জারি, অ্যানেসথেশিয়া, ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের চিকিৎসকেরা রয়েছেন।
ডা. মোহাম্মদ হোসেন বলেন, "এ শিশুদের চিকিৎসা প্রক্রিয়া খুবই জটিল এবং দীর্ঘ। আমাদের বেশ কয়েকটি ধাপে তাদের অপারেট করতে হবে।"
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ সপ্তাহে নুহা-নাবার প্রথম অস্ত্রোপচারটি করা হবে।
"দ্বিতীয় এবং চূড়ান্ত অস্ত্রোপচারটি এর এক মাস পরে হবে এবং এরপরেও তাদের কয়েক মাস হাসপাতালে থাকতে হতে পারে।"
"মেরুদণ্ড জোড়ালাগা শিশুর অস্ত্রোপচার অত্যন্ত জটিল এবং স্পর্শকাতর, তবে আমরা আশাবাদী", বলেন ডা. মোহাম্মদ হোসেন।