পদোন্নতি পেলেন বিএসএমএমইউ'র বঞ্চিত ১৭৩ চিকিৎসক
দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৭৩ চিকিৎসক পদোন্নতি পেয়েছেন।
৩৭ বিভাগ ও সুপার স্পেশালাইজড হাসপাতালের এসব চিকিৎসক মেডিকেল অফিসার থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। এ বিষয়ে গত ৮ আগস্ট এক প্রজ্ঞাপন জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'পদোন্নতির আদেশটি কেবল বঞ্চিত প্রার্থীদের জন্য, যারা জানুয়ারি ২০২২ পর্যন্ত উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ে নিয়োগকৃত যেসব মেডিকেল অফিসার/গবেষণা সহকারীরা উচ্চতর ডিগ্রি সম্পন্ন করে পদোন্নতি থেকে বঞ্চিত হয়েছে, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নিম্নরূপ চিকিৎসকদের তাদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও বিভাগে নিম্নলিখিত শর্তে সহকারী অধ্যাপক/সহকারী অধ্যাপক (স্ববেতনে)/কনসালটেন্ট/কনসালটেন্ট (স্ববেতনে) নিয়োগ/পদোন্নতি দেওয়া হয়েছে।'
আগামী ১৫ দিনের মধ্যে এই চিকিৎসকদেরকে নিজ নিজ বিভাগে যোগদান করতে বলা হয়েছে।