আওয়ামী লীগ বিরোধী অপপ্রচারের যথাযথ জবাব দিতে হবে: ছাত্রলীগকে প্রধানমন্ত্রী
ছাত্রলীগের নেতাকর্মীদের সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারবিরোধী অপপ্রচারের যথাযথ জবাব দিতে বলেছেন প্রধানমন্ত্রী ও আ. লীগ সভাপতি শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে বলেন, "ডিজিটাল দেশ হওয়ার সুযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এর উপযুক্ত জবাব দিতে বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের অনুরোধ করছি।"
প্রতিটি ব্যাংকে পর্যাপ্ত টাকা থাকায় তারল্য নিয়ে কোনো গুজবে কান না দিতেও তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
ক্ষমতায় থাকার সময় (বিএনপি- জামায়াত) অগ্নিসন্ত্রাস, খুনসহ যেসব অপরাধ করেছে অপপ্রচারের জবাবে সেসব ঘটনার তথ্য অনলাইনে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
তিনি বলেন, জবাবটা বেশি কিছু না, ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাবে ওদের অপকর্মটা যদি কমেন্টে ছেড়ে দেয়া যায়, তাহলেই ওরা ওটা বন্ধ করে দেবে। এটাই হচ্ছে সবচেয়ে ভাল।
ব্যাংকে কোনো টাকা নেই বলে যেসব গুজব ছড়ানো হচ্ছে– তাতে কান না দিতেও দেশবাসীর প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
গত দুই দিনে অর্থমন্ত্রী, অর্থসচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে তার আলোচনার বরাত দিয়ে তিনি বলেন,'আল্লাহর রহমতে আমাদের কোথাও কোন সমস্যা নাই। প্রতিটি ব্যাংকেই টাকা আছে। কাজেই আমি বলবো গুজবে কেউ কান দেবেন না। এটাই সকলের কাছে আমার অনুরোধ।'
প্রধানমন্ত্রী বলেন, 'মিথ্যে কথা বলে মানুষকে তারা বিভ্রান্ত করতে চায়। একটা শ্রেণি আছে তারা এটা করবেই আমি জানি। কারণ মিথ্যে কথায় তারা পারদর্শী। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আর সেটাকেই আমাদের বিরুদ্ধে কাজে লাগায় তারা। কাজেই এদিকে সকলের বিশেষ দৃষ্টি রাখতে হবে।'