চট্টগ্রামে মার্কেটে আগুন, নিহতের ঘটনায় হত্যা মামলা
চট্টগ্রাম নগরের আন্দরকিল্লায় সমবায় মার্কেটে সংঘটিত অগ্নিকাণ্ডকে পরিকল্পিত দাবি করে এ ঘটনায় নিহতের স্বজনরা একটি হত্যা মামলা দায়ের করেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) নিহত মো. ইদ্রিসের ভাতিজা খোরশেদুল আল বাদি হয়ে নগরের কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবির দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, সমবায় মার্কেটে অগ্নিকাণ্ডে নিহত ইদ্রিসের ভাতিজা একটি হত্যা মামলা দায়ের করেছেন।
"মামলায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে আগুন দিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি," বলেন তিনি।
মঙ্গলবার মধ্যরাতে আন্দরকিল্লা জেমিসন রেডক্রিসেন্ট মাতৃসদন হাসপাতাল সংলগ্ন সমবায় মার্কেটে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে একটি ফ্রিজ-এয়ারকন্ডিশন মেরামতের দোকান, একটি লেদ মেশিনের দোকান, একটি সার্জিক্যাল শপসহ ছয়টি দোকান পুড়ে যায়।
এরমধ্যে আলম ইঞ্জিনিয়ারিং লেদ মেশিনের দোকান থেকে মো. ইদ্রিস নামে ৪০ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়।
মামলার বাদী ও নিহত মো. ইদ্রিসের ভাতিজা খোরশেদুল আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "লেদ মেশিনের দোকানে আগুনের কোনো কাজ নেই। গত ৬০ বছর ধরে আমাদের পরিবার এই দোকানগুলো পরিচালনা করছে।"
"জায়গাটির মালিক ইসলামাবাদ টাউন পপার্টিজে সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এটা নিয়ে হাইকোর্টর স্টে-অর্ডার আছে,
"বিরোধের জেরে আমাদের উচ্ছেদের জন্য আগুন দেওয়া হয়েছে বলে আশঙ্কা করছি। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড,' বলেন তিনি।
তবে এ বিষয়ে ইসলামাবাদ টাউন পপার্টিজের বক্তব্য পাওয়া যায়নি।