‘মেট্রোরেলে আগুন, পুলিশের ওপর হামলা’ মন্তব্যে সমন্বয়ক হাসিবকে শোকজ
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে 'মেট্রোরেলে আগুন না দিলে বা পুলিশের ওপর হামলা না হলে জুলাই বিপ্লব এত সহজে অর্জিত হতো না'- এ মন্তব্য করায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিবুল ইসলামকে শোকজ করা হয়েছে।
রবিবার (৩ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সংগঠক আব্দুল হান্নান মাসউদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস)-এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির আরেক সমন্বয়ক আবু বকর মজুমদার।
বিজ্ঞপ্তিতে অনুযায়ী, হাসিব সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে গত জুলাই মাসে মেট্রোরেলে অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যা সম্পর্কে 'বিতর্কিত' মন্তব্য করেছেন, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তাকে তার মন্তব্যের জন্য পরবর্তী তিন কার্যদিবসের মধ্যে একটি ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি'র 'প্রযত্নে বাংলাদেশ'- টক শোতে হাসিব এই মন্তব্য করেছিলেন। গত ২৬ অক্টোবর তাদের ইউটিউব চ্যানেলে পর্বটি সম্প্রচারিত হয়েছিল।
এক প্রশ্নের জবাবে হাসিব বলেছিলেন, 'পৃথিবীর সকল বিপ্লবই সংবিধান বা নিয়মের বাইরে যেয়ে হয়েছে। যদি মেট্রোরেলে আগুন না দেওয়া হতো, যদি পুলিশদের না মারা হতো তাহলে এই বিপ্লবটা এত সহজে অর্জিত হতো না। ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা যেত না।'