শ্রমবাজারে বেড়েছে নারীর অংশগ্রহণ
২০২২ সালে বাংলাদেশের শ্রমশক্তিতে নারীর অংশগ্রহণ বেড়ে দাঁড়িয়েছে ৪২.৬৮%; পাঁচ বছর আগেও এটি ছিল ৩৬.৩%।
বুধবার (২৯ মার্চ) প্রকাশিত বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
গত পাঁচ বছরে দেশের শ্রমশক্তিতে নারী অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, বিশেষত গ্রামীণ অঞ্চলে। এটি নির্দেশ করছে যে, নারীরা এখন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখতে আরও বেশি সক্ষম।
আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশের সময় বিবিএস বলে, কর্মক্ষেত্রে গ্রামীণ নারীদের অংশগ্রহণ ৫০.৮৯%, শহরাঞ্চলে যা ২২.৫৯%।
এদিকে দেশে বেকারের সংখ্যা কমে এখন ২৬ লাখ ৩০ হাজার জনে দাঁড়িয়েছে।
এর আগে ২০১৭ সালের জরিপে বেকারের সংখ্যা ছিল ২৭ লাখ। ছয় বছরের ব্যবধানে বেকার কমেছে ৭০ হাজার।
আগারগাঁওয়ের পরিসংখ্যান ভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) আনুষ্ঠানিকভাবে এই জরিপের প্রাথমিক ফলাফল প্রকাশ করে।
ছয় বছর আগের তুলনায় বেকারত্বের হারও কমেছে। ২০১৭ সালে বেকারত্বের হার ছিল চার দশমিক ২ শতাংশ। এখন তা কমে ৩ দশমিক ৬ শতাংশ হয়েছে।
সপ্তাহে এক ঘণ্টা মজুরির বিনিময়ে কাজ করার সুযোগ না পেলে তাকে বেকার হিসেবে গণ্য করা হয়।
জরিপের ফলাফল অনুযায়ী, এখন দেশে শ্রমশক্তিতে ৭ কোটি ৩৪ লাখ মানুষ আছেন। এর মধ্যে কাজে নিয়োজিত আছেন প্রায় ৭ কোটি ৭ লাখ ৮০ হাজার মানুষ।