ঈদে টিকিট ছাড়া রেল স্টেশনে ঢুকতে পারবেন না যাত্রীরা
ঈদে বিনা টিকিটে রেলযাত্রা বন্ধে কঠোর হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার বিনা টিকিটে রেলওয়ের স্টেশনগুলোতে প্রবেশের সুযোগ বন্ধে কমলাপুর স্টেশন ও বিমানবন্দর স্টেশন চত্বরে বাঁশের বেড়া দিয়ে সরু প্রবেশপথ তৈরি হয়েছে। যাত্রীদেরকে লাইন ধরে টিকিট দেখিয়ে স্টেশনে প্রবেশ করতে হবে।
বুধবার ((১২ এপ্রিল) কমলাপুর স্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশনের গেটের সামনে বেড়া বসিয়ে প্রবেশ পথ সরু করার কাজ চলছে।
এ বিষয়ে কমলাপুর স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার টিবিএসকে কে বলেন, "যাত্রীদের স্বচ্ছন্দে ভ্রমণ এবং যেন শুধু টিকিটের যাত্রীরাই ট্রেনে যেতে পারেন, সেজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে। স্টেশনে বিনা টিকিটের যাত্রীদের প্রবেশ ঠেকাতে বাঁশের বেড়া দেওয়া হয়েছে।"
যাত্রীদেরকে টিকিট দেখিয়ে সারিবদ্ধভাবে স্টেশনে প্রবেশ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এতে করে স্টেশনের সামগ্রিক শৃঙ্খলারও উন্নতি হবে।
মাসুদ সারওয়ার আরও জানান, অনুরূপ বেড়া দেওয়া হচ্ছে বিমানবন্দর ও জয়দেবপুর স্টেশনেও। "বিগত বছরগুলোতে এই স্টেশনগুলো থেকে বিনা টিকিটের যাত্রী ওঠার নজির রয়েছে। এবার সেটি বন্ধ হবে আশা করছি," যোগ করেন তিনি।
কর্তৃপক্ষ জানায়, প্রতি বছরই ঈদে ট্রেনে বিপুল সংখ্যক যাত্রী বিনা টিকিটে যাত্রা করেন। প্রতিটি কামরার ভেতরে গাদাগাদি করে দাঁড়িয়ে যান তারা। এমনকি শীতাতপ নিয়ন্ত্রিত কামরা ও কেবিনেও তারা উঠে যান। এতে টিকিটের যাত্রীরা পড়েন ভোগান্তিতে।
এছাড়াও ট্রেনের ছাদে, ইঞ্জিনের সামনে, দরজায় দাঁড়িয়ে এবং ঝুলে ঝুলে ঝুঁকি নিয়ে বিনা টিকিটের যাত্রীরা গন্তব্যে যায়। এমনকি রেলের কর্মীরাও টাকা নিয়ে বিনা টিকিটের যাত্রীকে ট্রেনে তোলেন। এসব বন্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এর আগে, টিকিট প্রাপ্তিতে স্বচ্ছতা আনতে ঈদযাত্রার টিকিট শতভাগ অনলাইনে বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। ঈদযাত্রার অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি শেষ হয় মঙ্গলবার (১১ এপ্রিল)।