৫ সিটি নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিল আওয়ামী লীগ, ৩ সিটিতে নতুন প্রার্থী
ক্ষমতাসীন আওয়ামী লীগ শনিবার (১৫ এপ্রিল) আসন্ন পাঁচ সিটি কর্পোরেশন—গাজীপুর, সিলেট, খুলনা, রাজশাহী ও বরিশাল—মেয়র নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন দিয়েছে।
ঢাকায় গণভবনে দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
আসন্ন নির্বাচনে পাঁচ সিটি কর্পোরেশনের তিনটিতে নিজেদের প্রার্থী বদল করেছে আওয়ামী লীগ। প্রার্থী বদল করা সিটি কর্পোরেশনগুলো হলো গাজীপুর, সিলেট ও বরিশাল।
গাজীপুরে সাময়িক বরখাস্ত বর্তমান মেয়র জাহাঙ্গীর আলমকে বাদ দিয়ে আজমত উল্লাহ খানকে মনোনয়ন দেওয়া হয়েছে। বরিশালে বর্তমান মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহকে বাদ দিয়ে মনোনয়ন দেওয়া হয়েছে তার চাচা আবুল খায়ের আবদুল্লাকে।
অন্যদিকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের প্রার্থী ছিলেন বদরউদ্দিন আহম্মেদ কামরান। কিন্তু তিনি করোনা মহামারির সময় মারা যাওয়ায় তার জায়গায় এবার প্রার্থী করা হয়েছে প্রবাসী নেতা আনোয়ারুজ্জামান চৌধুরীকে। উল্লেখ্য, আনোয়ারুজ্জামান স্থানীয় আওয়ামী লীগের কোনো পদে নেই। তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পাঁচ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনীত প্রার্থীরা হলেন: বরিশালে আবুল খায়ের আবদুল্লাহ, গাজীপুরে আজমত উল্লাহ খান, রাজশাহীতে খায়রুজ্জামান লিটন, খুলনায় তালুকদার আবদুল খালেক, এবং সিলেটে আনোয়ারুজ্জামান চৌধুরী।
ইতিমধ্যে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে। পাঁচ সিটি কর্পোরেশনের জন্য ১২ এপ্রিল পর্যন্ত মোট ৪১ জন মনোনয়ন-প্রত্যাশী ফরম সংগ্রহ করেছেন।
এর আগে ৩ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ২৫ মে গাজীপুর, ১২ জুন খুলনা ও বরিশালে এবং ২ জুন রাজশাহী ও সিলেটে নির্বাচন অনুষ্ঠিত হবে।