সিলেটে প্রার্থীদের ব্যানার-পোস্টার অপসারণে অভিযানে নির্বাচন কমিশন
সিলেট সিটি করপোরেশন নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের ব্যানার, পোস্টার-বিলবোর্ডসহ সব ধরনের প্রচারসামগী অপসারণে অভিযানে নেমেছে নির্বাচন কমিশন। শনিবার দুপুর থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিস এ অভিযান শুরু করে। এর আগে প্রার্থীদের নিজ খরচে সব ধরনের প্রচারসামগ্রী অপসারণে নির্বাচন কমিশন নির্দেশ দিলেও তা আমলে নেননি কেউ।
এরপর শনিবার দুপুরে সিলেট নগরের মেন্দিবাগ এলাকার নির্বাচন কমিশনের আঞ্চলিক কার্যালয় থেকে ৪টি দলে বিভক্ত হয়ে নগরের বিভিন্নস্থানে এ অভিযান শুরু হয়।
অভিযানে নেতৃত্ব দেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফয়সল কাদের। এছাড়া সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার, মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন, হবিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইদুর রহমান অভিযানে অংশ নেন।
আগামী ২১ জুন সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পোস্টার, ব্যানার , ফেস্টুন আর বিলবোর্ডের মাধ্যমে প্রচার শুরু করেন সম্ভাব্য প্রার্থীরা। তাদের প্রচারসামগ্রীতে ছেয়ে যায় পুরো নগর। নির্বাচনী তফসিল অনুযায়ী, সিলেটে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৩ মে। মনোনয়নপত্র প্রত্যাহারের পর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১ জুন। এরপর শুরু হবে প্রচারণা, যা চলবে ভোট গ্রহণের একদিন আগ পর্যন্ত। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সিলেটে আগেভাগেই প্রচারণা শুরু করে দিয়েছেন প্রার্থীরা।
এ অবস্থায় গত ২৬ এপ্রিল প্রার্থীদের নিজ খরচে নিজেদের প্রচার সামগ্রী অপসারণে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন উপসচিব আতিয়ার রহমানের সই করা এই নিদের্শনা না মানায় শনিবার থেকে অভিযানে নামে কমিশন।
অভিযানের ব্যাপারে সিলেটের আঞ্চলিক নির্বাচন অফিসের অতিরক্তি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তারেক আহমদ বলেন, 'আজ থেকে আমাদের এই অভিযান শুরু হয়েছে। এতে পুলিশ, আনসার, সিটি করপোরেশন সহযোগিতা করছে। এই অভিযান অব্যাহত থাকবে।'
তিনি বলেন, 'কেউ যদি আচরণবিধি লঙ্ঘন করেন, তাহলে জেল-জরিমানা করা হবে। তবুও যদি কেউ আইন না মানেন, তাহলে ওই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হবে।'
২১ জুন সিলেট সিটি করপোরেশনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্যমতে, শুক্রবার পর্যন্ত মেয়র পদে ৩ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জন ও সাধারণ কাউন্সিলর পদে ১৩১ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।