৫ বছরের হোল্ডিং ট্যাক্স মওকুফ: গাজীপুর সিটি নির্বাচনের আগে প্রতিশ্রুতি জায়েদা খাতুনের
গাজীপুর সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে আগামী ৫ বছরের জন্য বাসাবাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জায়েদা খাতুন।
সাবেক মেয়র (বরখাস্ত) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। আজ মঙ্গলবার (২৩ মে) বেলা ১২টার দিকে নগরীর ছয়দানা এলাকার নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
সংবাদ সম্মেলনে জায়েদা খাতুনের পক্ষে নির্বাচনী ইশতেহার পড়ে শোনান তার ছেলে ও প্রধান নির্বাচন সমন্বয়কারী সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। এসময় জায়েদা খাতুন তার পাশেই ছিলেন।
হোল্ডিং ট্যাক্স সিটি করপোরেশনের আয়ের অন্যতম প্রধান উৎস হলেও – এই প্রার্থী তা আগামী পাঁচ বছর মওকুফের প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এবিএম এহসানুল মামুন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "আমরা হোল্ডিং ট্যাক্স, লাইট ট্যাক্স, কনসার্ভেন্সী – এই তিনটি মিলিয়ে পৌর কর নির্ধারণ করি। গত অর্থবছরে আদায় হয়েছিল প্রায় ৮২ কোটি টাকা। এই অংকটা একেক বছর একেক রকম হয়।"
ইশতেহারে গাজীপুর সিটি করপোরেশনকে একটি আধুনিক, স্মার্ট, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসাবে গড়ে তোলার পাশাপাশি ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের প্রণীত মাষ্টারপ্লান অনুযায়ী অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার প্রত্যয় ব্যক্ত করেন জায়েদা খাতুন।
ইশতেহারে নগরীর রাস্তাঘাট, ড্রেনেজ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়া হয়।
উন্নত বর্জ্য ব্যবস্থাপনায় নগরীর প্রতিটি ওয়ার্ডে জমি অধিগ্রহণ করে ডাম্পিং গ্রাউন্ড স্থাপন; সড়ক বাতি স্থাপনের পাশাপাশি নিরাপত্তার স্বার্থে নগরীতে সিসি ক্যামেরা স্থাপন ও ওয়ার্ড ভিত্তিক মনিটরিং সেল গঠন; স্বাস্থ্য সেবার উন্নয়নে অন্তত ৪টি অত্যাধুনিক স্পেশালাইজড হাসপাতাল নির্মাণ; মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় খাতের উন্নয়নে সিটি কর্পোরেশন এলাকায় জোন/ওয়ার্ড ভিত্তিক মডেল মসজিদ তৈরি করে ইসিলামিক রিসার্চ সেন্টার ও ইসলামিক পাঠাগার চালু ও সিটি কর্পোরেশন আওতাভুক্ত সকল মসজিদের ইমাম, খতিবগণকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা; গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বিনা বেতনে অধ্যয়নের সুযোগ করে দেওয়া ও প্রাথমিক পর্যায়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ও কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের সিটি কর্পোরেশন থেকে বিশেষ ভাতা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়।
এছাড়াও নগরীর প্রতিটি ওয়ার্ডে আধুনিক কমিউনিটি সেন্টার, প্রতিটি ওয়ার্ডে ইনডোর প্লে-গ্রাউন্ড স্থাপন; প্রতিটি জোনে আধুনিক কনভেনশন সেন্টার নির্মাণ ও আধুনিক পার্কিংসহ অত্যাধুনিক বহুতল মার্কেট নির্মাণ; নগরীর শ্রমিকদের ডিজিটাল ডেটাবেইজ তৈরি, শ্রমিকদের সুচিকিৎসার জন্য সিটি কর্পোরেশন এবং নিজস্ব ব্যাবস্থাপনার বিশেষায়িত হাসপাতাল স্থাপন করে সেখানে নামমাত্র মুল্যে শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করার প্রতিশ্রুতি দেওয়া হয় ইশতেহারে।
মাদক নির্মূল, কর্মসংস্থান তৈরি, ক্লিন ও গ্রীন সিটি তৈরীতে বৃক্ষরোপণসহ আরো বেশ কিছু প্রতিশ্রুতি তুলে ধরা হয়।