খুলনা সিটি নির্বাচন: দুপুর ২টা পর্যন্ত ১০ কেন্দ্রে ভোট পড়েছে ৩৬ শতাংশ
ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
দুপুর দুইটা পর্যন্ত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের ১০টি কেন্দ্র বিশ্লেষণ করে দেখা গেছে, সেখানে মোট ভোটারের মধ্যে প্রায় ৩৬ শতাংশ ভোট প্রদান করেছেন। ওই ১০টি কেন্দ্রের মোট ভোটার হয়েছেন ২২ হাজার ৯৮৬ জন। তার মধ্যে ভোট দিয়েছেন ৮ হাজার ২৩১ জন।
প্রত্যেকটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তাদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।
এর মধ্যে ডা. গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৮২৭ জন। সেখানে ভোট পড়েছে ৬৪১টি। তালিমুল মিল্লাত রহমানিয়া ফাজিল মাদ্রাসায় দুটি কেন্দ্র রয়েছে। ওই দুটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩৯১৮ জন। সেখানে ভোট পড়েছে ১৪৬১টি। ন্যাশনাল গার্লস হাই স্কুলেও দুটি কেন্দ্র রয়েছে। ওই দুটি কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৪৬২১ জন। সেখানে মোট ভোট পড়েছে ১৬৬৬টি।
গোলাম মুক্তাদির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ২০৩৯ জন। সেখানে ভোট পড়েছে ৬৮৮টি। পল্লীমঙ্গল দিবা মাধ্যমিক বিদ্যালয়ে মোট ভোটার রয়েছেন ১৮৯৬ জন। সেখানে ভোট পড়েছে ৫৮৪টি। রেভারেন্ড পলস হাই স্কুল কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ১৮৫৩ জন। সেখানে ভোট পড়েছে ৬৮৪টি। পল্লীমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩৩৯০ জন। সেখানে ভোট পড়েছে ১৩৭৫টি। এছাড়া, পল্লীমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন ভবন কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ৩৪৪২ জন। সেখানে ভোট পড়েছে ১১৩২টি। এসব কেন্দ্রগুলো তদারকির দায়িত্বে ছিলেন সহকারী রিটার্নিং অফিসার মো. জসিম উদ্দিন। তিনি বলেন, কোন কেন্দ্রে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সকলে সুষ্ঠুভাবে ভোট প্রদান করেছেন।