এখনো উদ্ধার হয়নি নাফ নদী সাঁতরে মিয়ানমার থেকে টেকনাফে আসা বাচ্চা হাতি
মিয়ানমার থেকে সাঁতরে নাফ নদী পেরিয়ে টেকনাফের শাহপরীর দ্বীপে চলে আসা একটি বুনো হাতির বাচ্চাকে এখনো উদ্ধার করতে পারেনি বনবিভাগ।
মঙ্গলবারও (৪ জুলাই) প্রায় সাতফুট উচ্চতার হাতির বাচ্চাটিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকার নাফ নদীর মোহনায় ঝাউবাগানে ছোটাছুটি করতে দেখা যায়।
এ দিন বিকেল পর্যন্ত চেষ্টা করেও বনকর্মী ও হাতি উদ্ধারকারী দলের লোকজন বাচ্চাটিকে নিরাপদে সরাতে পারেননি।
কক্সবাজার দক্ষিণ উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা বশির আহমদ খান বলেছেন, 'বাচ্চাটিকে উদ্ধার করে ট্রাকযোগে ১৫ কিলোমিটার দূরে টেকনাফের বনে নেওয়ার চেষ্টা চলছে।'
বাচ্চাটি সুস্থ-সবল থাকার বিষয়টি নিশ্চিত করেছেন এ বন কর্মকর্তা।
গতকাল সোমবার সাঁতার কেটে টেকনাফের শাহপরীর দ্বীপের ঘোলারচর এলাকায় পৌঁছায় এটি।
সাম্প্রতিক সময়ে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের কারণে দলছুট হয়ে হাতির বাচ্চাটি বাংলাদেশে চলে আসতে পারে বলে ধারণা করছে বনবিভাগ।