আজ থেকে দুইদিনব্যাপী বিএনপির ‘পদযাত্রা’ ও আওয়ামী লীগের ‘উন্নয়ন শোভাযাত্রা’
সরকার পতনের দাবিতে এক দফা আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার ও বুধবার দুই দিনের 'পদযাত্রা' কর্মসূচি পালন করবে বিএনপি। অন্যদিকে বিএনপির এই কর্মসূচির বিপরীতে এ দুই দিন ঢাকায় 'উন্নয়ন শোভাযাত্রা' কর্মসূচি ঘোষণা করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকাসহ দেশের সকল জেলা ও মহানগরে পদযাত্রা করবে বিএনপির নেতাকর্মীরা। একই দাবিতে পরের দিনও ঢাকায় পদযাত্রা করবে দলটি।
বিএনপির এই কর্মসূচির বিপরীতে ১৮ ও ১৯ জুলাই ঢাকায় দুই দিনব্যাপী 'উন্নয়ন শোভাযাত্রা' কর্মসূচি নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ বিকেল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডির ৩২ নম্বর পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।
পরের দিন ১৯ জুলাই (বুধবার) বিকেলে ৪টায় রাজধানীর সাতরাস্তা থেকে মহাখালী পর্যন্ত উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।
ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, ১৮ ও ১৯ জুলাই যথাক্রমে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচি পালন করবে। এ সমাবেশে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত থাকবেন।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান বলেন, গত ১৪ জুলাই রাতে এক সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কর্মসূচি চূড়ান্ত হয়েছে।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি বলেন, "দুই দিনব্যাপী উন্নয়ন শোভাযাত্রার প্রতিটিতে লক্ষাধিক লোকের অংশগ্রহণের কাজ করছে আওয়ামী লীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী শান্তিপূর্ণভাবে এই কর্মসূচী পালন করা হবে।"
তিনি বলেন, এছাড়াও সরকারের পদত্যাগের নামে বিএনপি যে কর্মসূচী ঘোষণা করেছে, সেই কর্মসূচীর মাধ্যমে যাতে করে কোনো ধরনের নাশকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন ইউনিট, ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতা-কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। দুই দিনের কর্মসূচীতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী অংশ নেবে। শোভাযাত্রায় বিভিন্ন ওয়ার্ড, ইউনিট ও থানা থেকে মিছিল নিয়ে যোগদান করবে নেতাকর্মীরা।
এদিকে বিএনপির পূর্বঘোষিত কর্মসূচি সফল করতে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। ঢাকার পাশাপাশি সকল জেলার পদযাত্রা কর্মসূচির দিকেও কড়া নজর রাখছেন দলটির হাইকমান্ড। গত সমাবেশের মতোই পদযাত্রায় উপস্থিতি বাড়াতে কেন্দ্রীয় নেতাদের নির্দেশ দিয়েছে বিএনপি। একইসঙ্গে দলের শীর্ষ নেতাদের নিজ নিজ এলাকার পদযাত্রায় অংশ নিতে কড়া বার্তা দেয়া হয়েছে।
সূত্র জানায়, গত ১২ই জুলাই রাজধানীতে বিএনপি'র শান্তিপূর্ণ সমাবেশ হয়েছে। এতে ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছেন। আগামী ২ দিনের কর্মসূচিতেও একইভাবে উপস্থিত চান দলটির হাইকমান্ড।
ঢাকার পাশাপাশি জেলাগুলোতে যেন পদযাত্রা কর্মসূচি জোরালোভাবে পালিত হয় সেজন্য ঢাকা থেকে কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ এলাকায় যেতে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে ঢাকায় পদযাত্রা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করছেন নেতারা। দলটির নেতাকর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠক করছেন দলটির শীর্ষ নেতারা। প্রস্তুত করা হচ্ছে ব্যানার, পোস্টার ও ফেস্টুন।