কৃষকদল কর্মী হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী বিএনপির শোক মিছিল
লক্ষ্মীপুরে পদযাত্রা কর্মসূচি পালনকালে কৃষকদলের এক কর্মী হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় শোক র্যালি করার ঘোষণা দিয়েছে বিএনপি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বুধবার (১৯ জুলাই) যাত্রাবাড়িতে পদযাত্রা কর্মসূচির সমাপনী বক্তব্যে এ ঘোষণা দেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, "গতকাল ও আজকে বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে শেখ হাসিনার অধীনে আর দেশ চলতে পারে না। এই সরকারের চুরি, লুন্ঠনের বিরুদ্ধে জনগণ জেগেছে।
তিনি বলেন, এ সরকারের আর প্রয়োজন নেই, এই মূহুর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগের ভোট চুরির কারণে আজ দেশের মানুষ ভোট দেয়া ভুলে গেছে - আমরা ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য রাস্তায় এসেছি।"
মির্জা আব্বাস, যারা সকাল থেকে বিকাল পর্যন্ত পায়ে হেঁটে আন্দোলন করতে পারে, তারা সফল হবে ইনশাআল্লাহ। প্রতিটি গুলির হিসেব দিতে হবে, পই পই করে হিসাব নেয়া হবে, কোন অপরাধী পুলিশ রেহাই পাবে না।
সাবেক বিচারপতি খায়রুল হককে বাংলাদেশের বড় মীর জাফর আখ্যা দিয়ে আব্বাস বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছেন, গত ১৫ বছর তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে যারা গুম-খুন হয়েছেন – তাদের প্রত্যেকের জন্য খায়রুল হককে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
নিজ বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালাম বলেন, 'যতই চেষ্টা করুন না কেন শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে পারবেন না, বিএনপির আজকের লোক সমাগমে তা আবারও প্রমাণ হল।"
তিনি বলেন, আজ দেশের কোন মানুষ শেখ হাসিনাকে আর ক্ষমতা দেখতে চায় না, সারাবিশ্বও আজ শেখ হাসিনাকে আর ক্ষমতায় দেখতে চায় না।
আওয়ামী লীগ বিএনপি কর্মসূচির দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে কর্মসূচি দিয়েছে এ অভিযোগ করে সালাম বলেন, এপর্যন্ত আমাদের কর্মসূচি কেন্দ্র করে যতগুলো খুন, হামলা, মামলা হয়েছে তার হুকুমের আসামি হবেন ওবায়দুল কাদের। আর বিএনপির কর্মসূচির দিন কর্মসূচি দিবেন না।
গতকাল মঙ্গলবার বিএনপির পদযাত্রা কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের ছুড়িকাঘাতে নিহত হন মো. সজীব নামের এক যুবক। তিনি কৃষক দলের কর্মী ছিলেন বলে দাবি বিএনপির।