আওয়ামী লীগ-বিএনপি দুই দলের সমাবেশই শুক্রবার
কাঙ্ক্ষিত স্থানে পুলিশের অনুমতি না পাওয়ার পর বিএনপি এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো নিজ নিজ সমাবেশের দিন পিছিয়েছে।
বিএনপি জানিয়েছে, দলটি শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে সমাবেশ করবে। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের বাকিদলগুলোও একদিন পিছিয়ে শুক্রবার কর্মসূচির ঘোষণা দিয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর পক্ষে যুবলীগ জানিয়েছে, তারাও শুক্রবার আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে সমাবেশ করবে।
বুধবার (২৬ জুলাই) রাতে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার দুপুর ২টায় নয়াপল্টনে সমাবেশ করার ঘোষণা দেন।
শুক্রবার সমাবেশ আয়োজনের সিদ্ধান্তের কথা মৌখিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে জানিয়েছে বিএনপি।
অন্যদিকে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে বুধবার রাত সোয়া নয়টায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম টিবিএসকে বলেন, 'শুক্রবার বিকেল ৩টায় আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলার মাঠে তিন সহযোগী দলের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।'
যুবলীগ, ছাত্রলীগ, ও স্বেচ্ছাসেবক লীগের এ সমাবেশের বিষয়ে ডিএমপিকে জানানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মির্জা আজম বলেন, 'আগারগাঁওয়ের বাণিজ্যমেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয়। মাঠটিকে ব্যবহার উপযোগী করার জন্য একদিন সময় প্রয়োজন।
'এ জন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।'
এর আগে রাত ৯টার দিকে আগারগাঁওয়ে অবস্থিত পুরাতন বাণিজ্যমেলার মাঠটি পরিদর্শনে যান আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল।
বিএনপি ও আওয়ামী লীগ উভয় দলই বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকায় সমাবেশের ঘোষণা দিয়েছিল। তবে ঢাকা মহানগর পুলিশ তাদেরকে কাঙ্ক্ষিত স্থানে সমাবেশ করার অনুমতি দেয়নি।