নয়াপল্টনে বিএনপিকে, আওয়ামী লীগকে বায়তুল মোকাররমে সমাবেশের অনুমতি
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিএনপিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং আওয়ামী লীগের তিন সহযোগী সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি দেওয়ার কথা জানিয়েছেন। তবে ২৩ শর্তে সমাবেশের অনুমতি দিয়েছে ডিএমপি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) ডিএমপি সদর দপ্তরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, সমাবেশ অনুষ্ঠানের জন্য দুই দলের জন্য চৌহদ্দি নির্ধারণ করা হয়েছে। আওয়ামী লীগের সমাবেশ ও মাইকিং মহানগর নাট্যমঞ্চ থেকে শুরু করে মুক্তাঙ্গন পর্যন্ত সীমাবদ্ধ রাখতে হবে। অন্যদিকে, বিএনপিকে কাকরাইলের নাইটিঙ্গেল মোড় থেকে রাজারবাগ পুলিশ হাসপাতাল পর্যন্ত সভা-সমাবেশ ও মাইকের ব্যবহার সীমাবদ্ধ রাখতে হবে।
দেশের বড় দুই দলের রাজনৈতিক সমাবেশের ভেন্যু নিয়ে গতকাল দিনভর চলে নাটকীয়তা। পরে বুধবার রাতে বিএনপি একদিন পিছিয়ে নয়াপল্টনেই সমাবেশ করার কথা জানায়। এরপর ভেন্যু প্রস্তুতে সময় লাগবে এমন যুক্তিতে আওয়ামী লীগও সমাবেশ পিছিয়ে দেয়।
পূর্ব পরিকল্পনা অনুসারে, আজ সমাবেশ না করায় দুই দলকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, সমাবেশকে ঘিরে কোনো হুমকি নেই। তবে, উভয় দলের কর্মসূচি থাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সমাবেশকে ঘিরে পুলিশ, র্যাব, ও বিজিবি ও আনসার মোতায়েন থাকবে।
একসঙ্গে, দুই দলের রাজনৈতিক কর্মসূচি নিয়ে দেশের রাজনীতিতে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। পর্যবেক্ষকরা সংঘাতের আশংকাও করছেন।
সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার, উভয় দলের প্রতি শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মসূচি পালনের আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ মহিদ উদ্দিন, অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত কমিশনার (ডিবি) হারুন অর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপির ২৩ শর্ত