চলতি মাসে বন্যা, তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়- সবই হতে পারে: আবহাওয়া অধিদপ্তর
চলতি আগস্ট মাসে লঘুচাপ, নিম্নচাপ, তাপপ্রবাহ, বন্যা – সবই হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তরের দেওয়া 'আগস্ট মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে' সম্ভাব্য আবহাওয়া পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
আজ মঙ্গলবার (১ আগস্ট) এই পূর্বাভাস দেওয়া হয়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগস্ট মাসে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এসময় বঙ্গোপসাগরে এক থেকে দুটি বর্ষাকালীন লঘুচাপ সৃষ্টি হয়ে– তা মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এছাড়া চলতি মাসেও দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।
এ মাসে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এছাড়া, ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চল, উত্তর–পূর্বাঞ্চল এবং দক্ষিণপূর্বের পার্বত্য এলাকার কিছু স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস সূত্র জানায়, দেশে গড়ে সবচেয়ে বেশি বৃষ্টি হয় জুলাই মাসে। সদ্য শেষ হওয়া সেই মাসেই স্বাভাবিকের চেয়ে প্রায় ৫১ শতাংশ কম বৃষ্টি হয়েছে।
তবে অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, 'গত বছর জুলাই মাসে বৃষ্টিপাত ৫৮ শতাংশ কম হয়েছিল। এটি ছিল একটি রেকর্ড। সেই তুলনায় এবার বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বেশি।'
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইডি গবেষক মোস্তফা কামাল পলাশ টিবিএসকে জানিয়েছেন, ইতোমধ্যে মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফোর-বি (04B) সৃষ্টি হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপর দিয়ে স্থলভাগে আঘাত করেছে।
তিনি বলেন, আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টারের তথ্য অনুসারে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আজকে দিনের শুরুতে নিম্নচাপ, এরপরে গভীর নিম্নচাপে পরিণত হয়। দুপুর ৩টার পরে ঘূর্ণিঝড়ে যা পরিণত হয়েছে। ২০২৩ সালে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ৪ নম্বর ঘূর্ণিঝড় হওয়ায় এর নামকরণ করা হয়েছে ফোরবি।
আজ দুপুর ৩টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্রের অবস্থান ছিল– চট্টগ্রাম থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ পরিমাপ করা হয়েছে ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার; দমকা হাওয়াসহ যা ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত প্রবাহিত হয়েছে।
সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৩০ কিলোমিটার বেগে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বরিশাল ও খুলনা বিভাগের উপকূল দিয়ে স্থলভাগে আঘাত করেছে। ঘুর্নিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ছিল ৯৯০ মিলিবার। সমুদ্রে ঢেউ এর উচ্চতা ১৫ ফুট পরিমাপ করা হয়েছে।
পলাশ আরো বলেন, সেন্টমার্টিন দ্বীপ থেকে সংগৃহীত তথ্যে জানা গেছে আজ দুপুর পর্যন্ত ২৬টি ফিশিং ট্রলার সাগরে ডুবে গেছে। সেই সাথে উচ্চগতির বাতাসের কারণে সাগরপাড়ের কয়েকটি ঘরবাড়ি ভেঙে গেছে।