বায়তুল মোকাররমে পুলিশের সঙ্গে জামায়ত নেতাকর্মীদের সংঘর্ষ
মঙ্গলবার (১৫ আগস্ট) বিকেলে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পুলিশের সঙ্গে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সংঘর্ষ হয়।
জাতীয় শোক দিবস উদযাপনের জন্য আওয়ামী লীগের ঢাকা দক্ষিণ শাখা যখন মসজিদে কর্মসূচি পালন করছিল, একই সময়ে সেখানে জামায়াতের বিক্ষোভ করে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার হায়াতুল ইসলাম বলেন, জামায়াত কর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ বেশ কয়েকজনকে আটক করেছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
'মসজিদের ভিতরে এখন কেউ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে', যোগ করেন তিনি।
এদিকে জামায়াতে ইসলামী আগামীকাল বায়তুল মোকাররম মসজিদে যুদ্ধপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গায়েবানা জানাজা পড়ার ঘোষণা দিয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) অবশ্য ইতিমধ্যেই বলেছে যে তারা ঢাকায় সাঈদীর কোনো জানাজা অনুষ্ঠানের অনুমতি দেবে না।
ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ বলেন, সাঈদীর জানাজা অনুষ্ঠানের জন্য দলের লোকজন কখনই ডিএমপির অনুমতি চায়নি।
'তবে, আমরা দাফনের সময় পুলিশের সহযোগিতা চাই', তিনি যোগ করেন।