বিশ্বজুড়ে সামরিক বাহিনীর ক্ষমতা দখল নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশ: পররাষ্ট্র সচিব
বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত ও সামরিক বাহিনীর ক্ষমতা দখল নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত 'জি-২০ সামিট: ঢাকা টু দিল্লি' শীর্ষক সেমিনারের সমাপনী অধিবেশনে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র সচিব বলেন, 'বিশ্বের বিভিন্ন অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত ও সামরিক বাহিনীর ক্ষমতা দখলের বিষয়ে আমরা উদ্বিগ্ন। এসডিজি, জলবায়ু পরিবর্তন ও মানবিক অগ্রাধিকার ইস্যুগুলোকে পেছনে ফেলে বৈশ্বিক পরিমণ্ডলে ওই সমস্যাগুলো সামনে চলে আসতে পারে।'
মাসুদ বিন মোমেন আরও বলেন, 'এ বছর আন্তর্জাতিক সম্প্রদায় এসডিজি, প্যারিস চুক্তি ও অন্যান্য বিষয়গুলোর মধ্যে সর্বজনীন স্বাস্থ্য কাভারেজ নিয়ে অগ্রগতির পর্যালোচনা করবে বলে আশা করি।'
তিনি বলেন, 'আমরা আসন্ন বহুপাক্ষিক ফোরামে আমাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরার জন্য উন্মুখ হয়ে আছি।'
মাসুদ বিন মোমেন আরও বলেন, বৈশ্বিক অনিশ্চিত পরিস্থিতির মধ্যে সামনের বহুপক্ষীয় ফোরাম বৈঠকগুলোতে বাংলাদেশ নিজের অবস্থান তুলে ধরবে। কেননা বৈশ্বিক অনিশ্চয়তা বাংলাদেশের স্বার্থের ওপর প্রভাব ফেলে।