ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক না পাঠালে জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না: শাহরিয়ার
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এর প্রতিক্রিয়ায়, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ইইউ পর্যবেক্ষক দল না পাঠালেও বাংলাদেশের নির্বাচনের গ্রহণযোগ্যতায় কোনো প্রভাব পড়বে না।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রতিমন্ত্রী।
শাহরিয়ার আলম জানান, 'ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক আসা না আসাতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আয়োজনে কোনো ধরনের প্রভাব পড়বে না। অতীতের নির্বাচনগুলোও তাই বলে। এতে (নির্বাচনের) গ্রহণযোগ্যতা নষ্ট হয়নি। এটি আমার আজকের প্রতিক্রিয়া। আমরা যখন অফিশিয়ালি জানব আরও বিস্তারিত জানাতে পারব।'
প্রতিমন্ত্রী বলেন, 'আমাদের মন্ত্রণালয়কে ইউরোপীয় ইউনিয়ন থেকে এপর্যন্ত কিছুই জানানো হয়নি। যে মুহূর্তে জানানো হবে, আমরা আপনাদের (সাংবাদিকদের) জানিয়ে দেব।'
এবিষয়ে ইইউ থেকে নির্বাচন কমিশনের চিঠি পাওয়ার বিষয়ে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান। আর আমরা সরকারের অংশ। আমাদের যোগাযোগের ব্যবস্থা আলাদা। নির্বাচন কমিশনকে জানিয়ে থাকলে তারা এখনও আমাদের এ বিষয়ে কিছু জানায়নি।'