২৯ অক্টোবর থেকে ঢাকা-আবুধাবি ফ্লাইট বন্ধ করবে ইতিহাদ এয়ারওয়েজ
ঢাকা-আবুধাবি ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে ইতিহাদ এয়ারওয়েজ। ২৯ অক্টোবর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এয়ারলাইনটি সম্প্রতি বাংলাদেশের ট্রাভেল এজেন্টদের এ সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে।
তবে এর কোনো কারণ উল্লেখ করা হয়নি।
সংশ্লিষ্টরা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, বাণিজ্যিক কারণে এয়ারলাইনটি ঢাকায় তাদের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে।
অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (এটিএবি) একজন শীর্ষ নেতা টিবিএসকে বলেন, ইতিহাদ কর্তৃপক্ষের সাথে কথা বলে তিনি জানতে পেরেছেন, এয়ার আরাবিয়া আবুধাবিতে এয়ারলাইনটির অনেক বড় শেয়ার রয়েছে।
'ঢাকার ফ্লাইট বাদ দিয়ে, তারা (ইতিহাদ) এয়ার এরাবিয়াতে আরও বেশি মনোযোগ দেবে।' যোগ করেন তিনি।
এয়ারলাইনটি বর্তমানে একটি বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার দিয়ে প্রতিদিন একটি ঢাকা-আবুধাবি-ঢাকা ফ্লাইট পরিচালনা করে।
২০০৬ সালের অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করে ইতিহাদ।প্রাথমিকভাবে এ৩৩০-২০০ বিমান দিয়ে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনা করা হতো।
বর্তমানে ঢাকা-আবুধাবি রুটে চলাচলকারী দুটি এয়ারলাইন্স হলো 'এয়ার এরাবিয়া আবুধাবি' এবং 'বিমান বাংলাদেশ এয়ারলাইন্স'।
২৮টি বিদেশি এয়ারলাইন্স বর্তমানে বাংলাদেশে ফ্লাইট পরিচালনা করছে। আরো ১২টি এয়ারলাইন্স ভবিষ্যতে ফ্লাইট পরিচালনার ইচ্ছা প্রকাশ করেছে।